প্রথম পোস্টঃ স্বপ্নকুটিরের সালাম সবাইকে
লিখেছেন লিখেছেন স্বপ্নকুটির ২২ জানুয়ারি, ২০১৩, ০১:০১:২৪ দুপুর
সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা।
নতুন ব্লগ, ভাবলাম অনেক কিছুই নতুন পাব। কিন্তু এসে দেখি পুরোনো প্রিয় মানুষগুলো এখানেও! হা হা. পালাতে চাইলেও মনে হয় পালানোর সুযোগ নেই।
লেখালেখি বাদ দিয়ে দিয়েছিলাম মোটামুটি। একটা সময় যদিও ব্লগে লিখতাম, তবে তাও সবার সাথে আনন্দ করে কিছু সময় কাটানোর জন্য। সময়ের সাথে ব্যস্ততা আর বাস্তবতা- সব কিছু মিলিয়ে ব্লগিং ও লেখালেখি দুইটাকেই প্রায় বাদ দিতে বসেছিলাম। সামুতে মাঝে মাঝে একটা পোস্ট দিতাম এতটুকুই।
এই ব্লগে এসে পুরোনো মানুষগুলোকে পেয়ে অনেক ভালো লাগলো। তাই ভাবছি আবার শুরু করা যায় কিনা! পারলে পারব, না পারলে নাই। সমস্যা কি, সবার সাথে ভাব বিনিময় তো হল নাকি?
এটাই আমার প্রথম পোস্ট, তাই অগোছালো কথা দিয়ে শুরু ও শেষ করলাম। আর নিজের পরিচয় বলতে "আমি স্বপ্নকুটির। স্বপ্ন দেখা আর আড্ডা দেয়াই আমার কাজ" ব্যাস এতটুকুই। আর কিছু বলতে চাইছিনা।
সবাই ভালো থাকবেন। সুন্দর স্বপ্নগুলো ভর করুক বাস্তবতার খাতায়- শুভকামনায়।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন