আমজনতার হাক
লিখেছেন লিখেছেন অনন্য আমিনুল ২৩ জানুয়ারি, ২০১৩, ০৩:৩৫:৩৩ দুপুর
অনন্য আমিনুল
খুন ধর্ষণ ত্রাস দেশে
চলছে সদাই চলছে
থামাও এসব কীর্তি কলাপ
বলছে ক’জন বলছে?
এই অরাজক ঝড় থামাতে
কেউ আসেনা লড়তে!
স্বার্থ ছাড়া দেশটারে ফের
আবার সোনায় গড়তে
নেয়না কেহই শর্তবিহীন
দেশ বাঁচানোর দায়-ভার?
যে বসে ওই আসনটাতে
রাবণ সে হয় লঙ্কার।
বিগড়ে গিয়ে আমজনতা
ছাড়বে যেদিন হাক
গুড়িয়ে দিয়ে আসনটারে
লাগিয়ে দেবে তাক।
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন