তসলিমা নাসরিন তোমার প্রতীক্ষায় বাংলাদেশ !
লিখেছেন লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন ১০ অক্টোবর, ২০১৪, ১০:০৬:৩২ রাত
তসলিমা নাসরিন বাংলাদেশের বহুল আলোচিত ও সমালোচিত নারীবাদী মুক্তচিন্তার লেখক ।তসলিমা নাসরিন নিজে নারী হোয়ার কারনে বিভিন্ন সময় আমাদের পুরুষ প্রাধান্য সমাজে নারীর কি আকাংখা বা কি চাহিদা তা তিনি নিজেকে দিয়েই উপলব্ধি করতে পেরে নিজের সাহিত্য কর্মের মাধ্যমে সে চাহিদা বা আকাংখার কথা প্রকাশ করতে বিন্দু মাত্র কুন্ঠাবোধ করেন নি আর তাতে আমাদের অসামাজিক সমাজের সমাজপতিদের আসল চেহারা উন্মচিত হয়েছে । ধর্মকে পুজি করে সমাজের সমাজপতিরা নারীকে কিভাবে ভোগ্যপণ্যের মত ভোগ করছে তাই তসলিমা নাসরিন তার বিভিন্ন সাহিত্য কর্মে প্রকাশ করতে স্বফল হয়েছেন । আর তাতে গা জ্বালা শুরু হয়ে যায় আমাদের দেশের তথা কথিত ধর্মিক সমাজের তসলিমা নাসরিন একের পর এক অত্যাচারের শিকার হতে থাকেন ধর্মিয় উগ্রবাদীদের । ধর্মিয় উগ্রবাদীদের দ্বারা একের পর এক মামলার শিকার হতে হয় তসলিমা নাসরিন কে এতে আদালত তাঁর বিরূদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারী । অবশেষে ১৯৯৪ সালে তসলিমা নাসরিনকে দেশ ত্যাগে বাধ্য করা হয় অদ্যবধি তিনি নিবার্সিত জীবন যাপন করছে । কি অপরাধ ছিল তসলিমা নাসরিনের ? মুক্তচিন্তা মুক্ত মত প্রকাশ ই তার এক মাত্র অপরাধ ।একটি স্বাধীন গনতান্ত্রিক দেশে মুক্তচিন্তা মুক্ত মত প্রকাশের অধিকার সবার ই আছে আর সে অধিকারের জন্য কাউকে নির্বসনে যেতে হবে তা কোন সভ্য বিবেক কি মানতে নারাজ । অতি সম্প্রতি তসলিমা নাসরিন তার ফেইসবুক স্টাটাসে বাংলাদেশে ফেরার যে আকুলতা প্রকাশ করেছেন তাতে প্রত্যেক মানব বিবেক ই তার দেশে ফেরার আকুতিকে সমর্থন করে । তাই তসলিমা নাসরিন যেমন আছেন স্বদেশের মাটিতে ফেরার প্রতীক্ষায় ঠিক তেমনি তার স্বদেশের প্রতিটি মানব বিবেক আছেন তার স্বদেশের মাটিতে ফেরার প্রতীক্ষায় ।
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : ছবি তে এমন কি দেখলেন। হেফাজতীরা কোরাণ পুড়িয়েছে। তখন কোথায় ছিলেন।It is unexpected but true that Now Bangladesh is no longer a democratic country at all. Present regime is a fascist regime.
তসলিমা নাসরিন! তোমার লাশের প্রতীক্ষায় বাংলাদেশ !
মন্তব্য করতে লগইন করুন