সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন বিবাহিত।

লিখেছেন লিখেছেন নঈম এর পিতা ১১ মে, ২০১৩, ০১:৫১:৩৭ দুপুর

আমি নঈম এর পিতা। একজন নিউরোসার্জন। আপনারা নিউরোসার্জন বানান জানেন? জানেন না। নিউরোসার্জনরা অনেক বড় ডাক্তার। এত বড় ডাক্তার বাংলাদেশে নাই। ভাব্বেন না এটা আমার অহংকার। আমি অহংকার করি না। আর মিথ্যা কথা তো একদম বলি না। আমি মাঝে মাঝে হাদিস আর কুরআনের আয়াত বলি। তবে তার বেশির ভাগই মানি না। আমি কট্টর ভোগবাদী স্বভাবের একটা লোক। সে যাই হোক আমি বাংলাদেশের সব চেয়ে বড় সত্যবাদী। আর এমন দুই চার টা ব্লগ খোলা আমার পক্ষে কোন ব্যাপার না। আমি বড়। অনেক বড়! এত বড় আপনারা চিন্তাও করতে পারবেন না। কত মেয়ে আমার জন্য মরত আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি এ পর্যন্ত অনেক মেয়ে রিজেক্ট করেছি। অবশ্য আমাকেও কিছু মেয়ে বুড়া বলে রিজেক্ট করেছে। মানুষের মুল্য আমার মত নিউরোসার্জনের কাছে খুবই সামান্য। তাই রিজেক্ট শব্দটা আমি অহরহই ইউজ করি। যা হোক যারা আমাকে রিজেক্ট করেছে তারা আমার যোগ্য না। আমি অন্য একজনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File