আবারও বিয়ে করলেন ন্যান্সি Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন গেরিলা ০৪ মার্চ, ২০১৩, ১১:৫৮:৪৩ রাত



সংগীতশিল্পী ন্যান্সি আবার বিয়ে করেছেন। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের নতুন বাজার এলাকায় ন্যান্সির বিয়ে হয়েছে একেবারে ঘরোয়াভাবে। ন্যান্সির বর নাজিমুদ্দিন জায়েদ। চাকরি করছেন ময়মনসিংহ পৌরসভায়, পাশাপাশি ব্যবসাও করছেন।

বিয়ের পর দুপুরেই কথা হয় ন্যান্সির সঙ্গে। তিনি বলেন, ‘বিয়ের আয়োজনটি পারিবারিকভাবেই হয়েছে। একেবারেই হঠাত্ করে। বিয়ের সময় আমাদের দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।’

ন্যান্সি জানান, এত দিন তিনি ছিলেন নেত্রকোনায়। এখন থেকে তিনি ময়মনসিংহে থাকবেন। এখান থেকেই ঢাকায় কিংবা বিভিন্ন জেলায় গিয়ে নিয়মিত গানও করবেন।

এর আগে ২০০৬ সালের ২১ জানুয়ারি ন্যান্সি ভালোবেসে বিয়ে করেছিলেন সৌরভকে। পারিবারিকভাবে তখন তাঁদের বিয়ে কেউ মেনে নেয়নি। একসময় দুই পরিবার থেকে এই বিয়ে মেনে নিলেও নানা কারণে ন্যান্সি ও সৌরভের মাঝে দূরত্ব তৈরি হয়।

পরে গত বছরের ২৪ মে ন্যান্সি জানান, সৌরভের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁদের একমাত্র সন্তান রোদেলা এখন মায়ের কাছেই আছে।

উৎসঃ প্রথম আলো

বিষয়: বিবিধ

১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File