বিবিসি বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মৌলবাদিরা
লিখেছেন লিখেছেন গেরিলা ২৫ এপ্রিল, ২০১৩, ১০:৫৫:৪৫ সকাল

স্বরাষ্ট্রমন্ত্রীর বিবিসি বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মৌলবাদিরা ।
গতকাল বিবিসি বাংলা প্রচারিত স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দীন খান আলমগীরের একটি সহজ ও নিরাপিরাধ সাক্ষাতকারকে মৌলবাদীরা বিকৃত করে প্রচার করছে। বলা হচ্ছে, উনি নাকি বলেছেন, হরতালকারীদের নাড়াচাড়ায় ‘রানা প্লাজা’ ধসে পড়তে পারে
মুল কথা ছিল, তিনি বলেছেন, এটাও একটি কারন হতে পারে, মানে তিনি সিউর না। প্রশ্ন কর্তার সরাসরি জবাবে তিনি বলেছেন, তিনি তা মনে করে না। তার পরেও কেন এই অপ্রচার?
আপনারা একমত হবেন যে, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর যোগ্য নেতৃত্ব মৌলবাদী ও জজ্ঞিবাদীদের দোসর জামাত শিবির েবং তাদের দোসর বিএনপি প্রায় কোন ঠাসা। সকল যুদ্ধাপরাধীতের ফাসি কার্যকরা এখন সময়ে ব্যপার মাত্র। কোন কিছুতে পেরে উঠতে না পেরে, জামাত-শিবির এখন প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপুর্ন ব্যক্তিদের নামে কুতসা রটাচ্ছে। তাতেও কাজ হবে না ইনশাল্লাহ।
বিষয়: বিবিধ
২৮৮২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন