মাধবকুণ্ড জলপ্রপাতে ঢাকার ৩ শিক্ষার্থীর মৃত্যু
লিখেছেন লিখেছেন ইকবাল ১৮ জানুয়ারি, ২০১৩, ০৪:২৪:১৩ বিকাল
মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের নিচে গোসল করতে নেমে পানিতে ডুবে ঢাকার তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এরা হলেন, শাহরিয়ার আহমদ, মুন্না ও আশিক আহমদ।এদের মধ্যে শাহরিয়ার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র, মুন্না মিরপুরের বায়তুল মামুর মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র এবং আশিক মিরপুর কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে জলপ্রপাতের নিচে পানিতে গোসল করতে নেমে তারা তলিয়ে যান।সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সিলেট থেকে ডুবুরিরা এসে তাদের লাশ উদ্ধার করে বলে জানান মাসুদ।
তিনি জানান, ওই তিনজনসহ আট বন্ধু মিলে বুধবার ঢাকা থেকে সিলেটে বেড়াতে আসেন।দুপুরে মাধবকুণ্ডে এসে জলপ্রপাতের পানিতে সাঁতার কাটতে নামেন। এ সময় তিনজন দড়ি দিয়ে চিহ্নিত সীমানা অতিক্রম করে ‘বিপজ্জনক’ এলাকায় চলে যান।
আট বন্ধুর একজন মিরপুরের বায়তুল মামুর মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ওমর হান্নান রিফাত জানান, একজনের শরীর খারাপ থাকায় তারা সাত বন্ধু সাঁতার কাটতে নামেন। এক পর্যায়ে পানির ঘুর্ণির মধ্যে পড়ে শাহরিয়ার, মুন্না ও আশিক হারিয়ে যায়।
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন