ভালবাসি বাংলাদেশ ওমর ফারুক সবুজ

লিখেছেন লিখেছেন ওমর ফারুক সবুজ ১৭ জানুয়ারি, ২০১৩, ১০:৫১:২৪ সকাল

লক্ষ শহীদের রক্তরে বিনিময়ে

এনেছি আমরা স্বাধীনতা

কখনো ভুলবোনা মোরা

ইতিহাসের সেই কথা।

লক্ষ ভাইয়ে প্রাণ দিয়েছে

এনেছে মায়ের মুখের হাসি

তাইতো আমরা বাংলাদেশকে

খুব ভালবাসি।

বাংলাদেশকে ভালবেসে

দিতে পারি প্রাণ

তাইতো মোরা গাই সকলে

বাংলাদেশের গান।

বাংলা আমার হৃদয় কাপানো

অজস্র হাসি

বাংলা ভাষায় কথা বলতে

আমি খুব ভালবাস।

বিষয়: সাহিত্য

১৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File