ওবামা হচ্ছেন সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী: নোয়াম চমস্কি
লিখেছেন লিখেছেন স্বপ্নাচারী পুরুষ ১৫ জানুয়ারি, ২০১৩, ১২:২৫:৩০ দুপুর
সারা বিশ্বে যে গুপ্তহত্যা অভিযান চলছে তার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার খ্যাতনামা শিক্ষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি একথা বলেছেন।
ভয়েস অব রাশিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে চমস্কি আরও বলেন, ওবামা হচ্ছেন সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। প্রেসিডেন্ট ওবামার নেতৃত্বেই বিশ্বে গুপ্তহত্যা পরিচালিত হচ্ছে বলেও তিনি জোরালো মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, আমেরিকা জোরালোভাবে মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন করছে, এমনকি কোথাও কোথাও মানবািধিকার লঙ্ঘনে নেতৃত্ব দিচ্ছে। নোয়াম চমস্কি তীব্র সমালোচনা করে বলেন, সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মারাত্মক রেকর্ড থাকার পরও দেশটির কাছে অস্ত্র বিক্রি করেই চলেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট বুশের আমলে ওয়াশিংটন যেসব যুদ্ধ শুরু করেছিল তার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ওবামা আমেরিকার ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তিনি গত চার বছরের মেয়াদে সে প্রতিশ্রুতি পূরণ করেননি বরং বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন হামলার মতো জঘন্য অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছেন।
এসব হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে; আহত হয়েছে আরও কয়েক গুণ বেশি। এছাড়া, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখন সেখানে দীর্ঘমেয়াদে সেনা মোতায়েন রাখার পরিকল্পনা করছেন ওবামা।
বিষয়: রাজনীতি
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন