মস্ত কুম্ভীর সুভিধাভোগীরা
লিখেছেন লিখেছেন মিছবাহ ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪২:৫৪ রাত
যেখানে শ্রমিকের ন্যায়সঙ্গত দাবী উপেক্ষা করে শুধু এক শ্রেণীর মস্ত কুম্ভীর সুভিধাভোগীরা , সুভিধাবঞ্চিত মানুষদেরকে নিয়মিত নিষ্পেষণে বল্গাহীন বঞ্চনার শিকার, নিতান্তই মানবতা বিরুধি এবং এটা চলতে দেওয়া যায় না। ইহা একটা টেকসই সমাজব্যবস্থার পরিপন্থী।
স্বাধীনতার মুল মন্ত্রে ইহার স্থান কোথায়ও ছিল না। আজ যেখানে ক্ষুদে পিঁপড়া মানুষগুলাকে, বিশাল কতগুলো দানব,মস্তবড় তার বুটের পিষ্টনে দলিত মথিত করে যাচ্ছে। আমি আরেক মানুষ হিশাবে, অন্তত ঘৃণা করে, ওই নিপীড়িত মানুষগুলোর পাঁশে গিয়ে দাঁড়াবার আপ্রাণ প্রয়াস করে যাব।অন্তত আমি একজন আমার দায়িত্বে মানুষ।
শুধু কতোগুলা জলহস্তী,উন্মাদ ষাঁড়,বাইছন,এলিগেটর,দৈত্য আর দুরবিত্তের জন্য এ স্বাধীনতা নয়। ২৫,৪২ বা ৬৮ বছর কোনটাই নিঃস্ব মানবতায় সাহারা যোগায়নি। নিষ্ফল মরুভূমিতে ধুধু মরীচিকার মতন অসহায় মানবশিশুকে বার বার ধোঁকা দিয়ে প্রতারনা করেছে।
লালন করা নিঃস্ব মানবতার ক্ষমতায়নে, উর্বর করা এ জগতে, স্বয়ম্ভর হবে মানবজমিন। পোষ্ট জনশক্তিতে প্রসারিত হাত নিজে থেকেই তরতর করে সিঁড়ি বেঁয়ে উপরে আলোর মিছিলে চলে আসবে ।
বিষয়: বিবিধ
১৭২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন