না, শাহবাগের সব আন্দলোনকারীদের নাস্তিক, মুরতাদ বলা যায় না ্
লিখেছেন লিখেছেন শেখ সাদী ২৭ মার্চ, ২০১৩, ১১:০৮:২৫ সকাল
শাহাবাগ একটি আন্দোলনের নাম ্ শাহাবাগ একটি জাগরনের নাম ্ শাহাবাগ একটি চেতনার নাম ্ শাহাবাগ একটি খেলার নাম ্ শাহাবাগের সবাই নাস্তকি,মুরতাদ না ্ শাহাবাগে আছে মুসলিম,হিন্দু সহ আরো অন্যান্য আস্তিক ধর্মের মানুষ ্ যারা নিয়োমিত মসজিদে, মন্দিরে যায় ্ শাহাবাগে টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষ আছে ্ তাই শাহাবাগের আন্দোলনের সবাইকে নাস্তিক , মুরতাদ বলা কি ঠিক হচ্ছে ? বুঝতে হবে শাহাবাগের আন্দোলন আস্তিক - নাস্তিকের না ্ এটি কোন ধর্মীয় আন্দোলন না ্ এটি বিচারের আন্দোলন্ ্ রাজনৈতিক আন্দোলন ্ লাভ হওয়ার আন্দোলন ্ ফায়দা লুটের আন্দোলন ্
যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারাই আস্তিক ্যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তারাই নাস্তিক ্ শহাবাগের আন্দোলনের মাঝে নাস্তিক লোক খাকতেই পারে ্ তাই বলে তাদের হত্যা করতে হবে এমন দাবী করা কি ঠিক ?
পৃথিবীতে বসবাস করার অধিকার নাস্তিকদেরও রয়েছে ্ অধিকার আছে মুক্তভাবে বাতাস গ্রহণ করার ্ অধিকার আছে আন্দোলন করার ্ অধিকার আছে কথা বলার ্
আস্তিকতা-নাস্তিকতা হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাস অবিশ্বাসের, মানা-নামানা ব্যাপার ্ কোন ব্যাক্তি অন্য কোন ব্যাক্তিকে নাস্তিক বলে কি ঘোষনা দিতে পারে?
নাস্তিকতা গায়ে লেখা থাকে না ্ একজন মানুষ গান,নাচ,অভিনয়,সাহিত্যচর্চা করতেই পারে ্ কোন অপরাধের বিরুদ্ধে আন্দোলন করতেই পারে ্ সাথে সাথে বিশ্বাসীও হতে পারে ্ কারন বিশ্বাসী হওয়ার সাথে এগুলোর কোন সম্পর্ক নাই ্
কোন আন্দোলন কেহ পছন্দ করতে পারে আবার নাও করতে পারে ্ তাই বলে আন্দোলনের সবাইকে নাস্তিক বলা যায় না ্ কারন একজন ব্যাক্তির বিশ্বাসটা সম্পূর্ণ তার নিজের ্
যদি কখোন একজন ব্যাক্তির কাজ-কর্ম, কথা-বার্তা দ্বারা বুঝা যায় যে সে নাস্তিকদের মত আচরন করছে , তারপরেও তাকে কি আক্রমন করা যায় ? কারণ বেঁচে থাকার অধিকার তার আছে ্
তবে কোন ব্যাক্তি যদি কোন ধর্মের অথবা ধর্মীয় ব্যাক্তিকে নিয়ে কটুক্তি করে তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই হবে ্ কারণ কোন ধর্মে কটুক্তি করার অধিকার কারও নাই ্
পৃথীবিতে অনেক নাস্তিক আছে ্ সব নাস্তিকদের প্রতি আস্তিকদের বিদ্বেষ নাই ্ যারা আস্তিক লোকদের ধর্মের,ধর্মীয় লোকদের প্রতি কটুক্তি করে তাদের প্রতিই শুধু বিদ্বেষ ্ নাস্তিকরা মুক্তচিন্তার কথা বলে , শান্তির কথা বলে কিন্তু তারা বুঝে না আস্তিকদের বিশ্বাসের প্রতি কটুক্তি করার অধিকার তাদের নাই ্
কিছু প্রশ্নঃ
আস্তিক-নাস্তিক শুধু ইসলাম ধর্মের লোকেরা নির্ধারন করে কেন?
অন্যান্য আরো ধর্মের লোকেরাও আছে ?
নাস্তিকরা ধর্মের প্রতি কটুক্তি করে কেন ?
কোন ধর্মের কটুক্তি ছাড়া নাস্তিকদের কাজ নাই ?
রাজনীতি,অর্থনীতি,সমাজনীতি,রাষ্ট্রনীতি নিয়ে তারাচিন্তা করে না কেন ?
নাস্তিকরা মুক্তচিন্তার কথা বলে অন্যের বিশ্বাসে কটুক্তি করে কেন?
বিষয়: বিবিধ
১৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন