প্রিয় মা ...

লিখেছেন লিখেছেন শেখ সাদী ১০ মার্চ, ২০১৩, ১২:০৯:১৪ দুপুর



আমার মা

মার সাথে রাগ করি না ্ মাঝেমাঝে চাওয়া-পাওয়া নিয়ে অভিমান করি ্ মাকে মাঝেমাঝে ক্ষেপাই ্ আমার মা যখন রাগ করে অনবরত বকাবকি করতে থাকে ্ তখন আমরা সবাই চুপ থাকি ্ যখন রাগ কমে যায় তখন সব ঠিক ্ মা ই বলে " যখন আমার রাগ উঠবে তোরা চুপ থাকবি ,কোন কথা বলবি না,আমার যা ইচ্ছা হয় তাই তোদের বলবো" ্ আমরা তখন সবাই হাসাহসি করি ্ মাকে ভালোবাসি ্ তাই মার বকাবকিও ভালোলাগে ্

আমার মা একজন গৃহিনী ্ একজন গৃহিনীর মতই সকল দায়িত্ব পালন করে ্ সংসার জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে হাফিয়ে উঠে ্ মাঝেমাঝে এদিক সেদিক বেড়াতে যায় ্ কোখাও যেতে হলে বেশির ভাগ সময় মা আমাকেই নিয়ে যায় ্ মা আমাকে ও আমাদের সবাইকে অনেক ভালোবাসে

আমার মার মা

আমার মার মা নেই ্ আমার মা যখন কয়েক মাসের শিশু তখন তাঁর মা মারা যায় ্ তাই আমার মা তাঁর আপন মাকে মা বলে ডাকতে পারেনি ্ তাঁর মাকে দেখেওনি ্ আমার মার মায়ের একটি ছবিও নাই ্ মা কেমন আমার মা সেটি অনুভব করতেও পারে না ্ শুধু জানে তাঁর একজন মা ছিল ্ আমার মা পায়নি মার ভালোবাসা, আদর , যত্ন ্ শুনেনি মার গালাগালি , বকাঝকা ্

একজন মা

বিয়ের পরবর্তী জীবনের ছয় খেকে সাত বছর পরেও সন্তানের জন্ম দিতে পারেনি একজন মা ্ অনেক ডাক্তার, কবিরাজ দেখিয়েও কোন কাজ হচ্ছিল না ্ মন শুধু চাইত একটি সন্তানের মা ডাক শুনতে ্ অবশেষে সবার পরামর্শে কয়েক দিনের একটি মেয়ে শিশুকে পালক আনল ্ নাম রাখল নাহিয়ান ্ পরের বছর নিজের একটি মেয়ে সন্তান হল ্ নাম রাখল দিহান ্ কোন সন্তানের প্রতি আদর ভালোবাসা যত্নের কমতি ছিল না ্ কয়েক বছর পর আরও একটি মেয়ে সন্তানের জন্ম হল ্ নাম রাখা হল ফায়িজা ্ বড় মেয়েটির বয়স আট বছর ্ মেজো মেয়েটির বয়স সাত বছর ্ ছোট্র মেযেটির বয়স ছয় মাস ্ সবাই শিশু ্ একদনি শিশু সন্তানগুলোকে মার ভালোবাসা, আদর , যত্ন খেকে বন্চিত করে মা চলে গেল ্ চলে গেল না ফিরার দেশে ্ চলে গেল পৃথিবী ছেড়ে ্

সেদিন আমার মা শিশুবাচ্চাগুলোকে জড়িয়ে ধরে কেঁদেছিল ্ কারণ আমার মা জানে শিশু বয়সে মা হাড়ানোর ব্যাখা্ মা না থাকার কষ্ট ্ অনুভব করে মা না খাকার শূন্যতা ্ সেদিন আমার মার কাঁন্নার সাখে আমিও কেঁদেছিলাম, কেঁদেছিল সেই শিশু মেয়েগুলো ্ কেঁদেছিল প্রকৃতিও ্

বিষয়: Contest_mother

১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File