গ্রামের পথে
লিখেছেন লিখেছেন শেখ সাদী ২৪ মে, ২০১৩, ১০:৪৮:৩০ রাত

গ্রামের পিছঢালা পথ,
বাতাসের প্রবাহ।
আমি চলছি রিকসায়।
ভাঙ্গাচোরা রিকসার,
ক্যাট ক্যাট মরমর শব্দ !
মাসটি বৈশাখ-জৈষ্ঠ,
সময় দুপুর
উত্তপ্ত রৌদ্র মাথার উপর,
প্রবাহমান বাতাস বইছে।
ঘামছেনা শরীর, লাগছেনা অসস্তি,
লাগছেনা গরম, বৈছেনা ঠান্ডা।
কখনো দুপাশের গাছের ছায়ায়,
কখনো আবার রৌদ্রের নিচে,
রিকসায় চলছিতো চলছিই।
দুপাশের গাছের পাতার,
ঝিরঝির শব্দে মন জুড়ে যায়।
পাখির কিচির- মিচির ডাক,
মন পাগল করে দেয়।
সাদী
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন