আলপনায় শোভা পাচ্ছে আন্দোলনের রাজপথ

লিখেছেন লিখেছেন শেখ সাদী ০৫ মে, ২০১৩, ১১:৪৭:০৫ রাত

আন্দোলনে রাজপথ শুধু রক্তে শোভা পায় না শিল্পির হাতের ছোঁয়াও পড়ে ।



প্রিন্স ভাই । থাকেন যাত্রাবাড়ী এলাকায় । নিজের একটি আর্ট প্রতিস্ঠান আছে । বিকেলে যখন সবাই মতিঝিলে নেতাদের কথা শুনছিলো ,তিনি তখন রাজপথে ধর্মবিদ্ধেষীদের বিরুদ্ধে আলপনা একে প্রতিবাদ করছেন ।



কলম ,বই ,রেডিও,টিভি মিডিয়া ,প্রিন্ট মিডিয়া, গান,বক্তৃতা শিল্পির তুলি ইত্যাদি সকল সকল কিছুর মাধ্যমে ইসলাম ধর্ম ও রাসুল সাঃ এর কটুক্তির বিরুদ্ধে আন্দোলন করতে হবে।



যে যেখানে যে অবস্থায় আছে সেভাবেই আন্দোলন করতে হবে!

লেখনির মাধ্যমে







আর কত ঘরে বসে থাকবো??????????

বিষয়: রাজনীতি

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File