থ্রি পিছে বিদেশী রমনী
লিখেছেন লিখেছেন শেখ সাদী ০১ মে, ২০১৩, ১১:৫০:০৬ সকাল
স্বাগত জানাই সে বিদেশী রমনীদের যারা আমাদের সংস্কৃতি ঐতিহ্য গ্রহণ করেছে । ধন্যবাদ জানাই তাদের । ধন্যবাদ রমনীরা । ধন্যবাদ বিদেশীনিরা । ধন্যবাদ আমাদের সংস্কৃতি লাইক করার জন্য ।
এয়ারপোর্ট গিয়েছি । উদ্দেশ্য কাজিন আসবে তাকে রিসিভ করবো । আসবে মাসকাট থেকে ঢাকায়। সকাল নয়টা ৩২ মিনিটে আমরা এয়ারপোর্ট পৌছালাম । তথ্য কেন্দ্রে গিয়ে জানলাম নয়টা তিরিশ মিনিটে মাসকাট থেকে ঢাকায় একটি বিমান ল্যান্ড করেছে । অপেক্ষা করছি কখন কাজিন বের হয়ে আসবে । অনেকে বের হচ্ছে কিন্তু ওর আসার খবর নাই । আবার তথ্য কেন্দ্রে গেলাম জানতে পারলাম মাসকাট থেকে অন্য একটি বিমান এগারোটায় ঢাকা আসবে । তাই অপেক্ষা করছি আর এদিক সেদিক ঘুরাঘুরি করছি । হঠাৎ কিছু বিদেশী লোকের উপর নজর পড়লো । সবাই অল্প বয়সী । ছেলেও আছে মেয়েও আছে । তবে মেয়েরাই বেশী । এত বিদেশী এক সাথে কোন অনুষ্ঠান ছাড়া একত্রে আমি দেখি নাই।
মেয়েরা সবাই আমাদের বাঙ্গালী সংস্কৃতি, বাংলাদেশী সংস্কৃতির ঐতিহ্য থ্রি পিছ পড়ে আছে। সব বিদেশী রমনীরাই থ্রি পিছ পড়েছে । ওড়না গুলো সুন্দর ভাবে বুকে দেওয়া । আমার খুব ভালো লাগলো । ওরা কিছুক্ষন আগে এসেছে । এখন নিজেদের গন্তব্য স্থানে যাবে। ওদের জন্য গাড়ী ঠিক করা ছিলো । সেই গাড়ীর সামনে ওরা দাড়িয়ে গল্প করছিল । ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে তারপরেও ওদের মাঝে ক্লান্তি দেখলাম না ।
আমি তাদের সামনে গেলাম । একটি মেয়েকে ‘এসকিউজ মি’ বলতেই আমার দিকে তাকালো । তারপর আমি বললাম তারা যে আমাদের বাঙ্গালী সংস্কৃতি, বাংলাদেশী সংস্কৃতির থ্রি পিছ পড়েছে তাও আবার সবাই এক সাথে এটা আমার খুব ভালো লেগেছে । তাই আমি তাদের ছবি তুলতে চাই । মেয়েটি বললো ওরা তাদের ব্যাগ গাড়ীতে উঠাবে । মালামাল গুলো উঠানোর পরে ছবি উঠানো যাবে । আমি অপেক্ষা করলাম । ওদের কাজ শেষ হলো । তারপর ছবি উঠানোর জন্য আমাকে কিছুক্ষন সময় দিলো । ছবি তুললাম । তাদের ধন্যবাদ দিয়ে চলে আসলাম । ছবি উঠানোর উদ্দেশ্য ছিল যেহেতু বগে লিখি তাই তাদের নিয়ে একটি লেখা লিখবো ।
তবে কিছু লোক যখন চাকরী, ব্যবসা, শোনাপড়া করতে যায় ফিরে আসার সময় সম্পূর্ণ বিদেশী যুবক অথবা বিদেশীনি মেয়ে হয়ে আসে । বুঝলাম বিদেশে চলতে বিদেশী সংস্কৃতি গ্রহণ করতে হয় । তাই বলে কি দেশে আসার সময় বিদেশী সংস্কৃতি গায়ে জড়িয়ে আসতে হয় । লোকদের বুঝাতে হয় আমি বিদেশ থেকে এসেছি ! আমি বিদেশ থাকি !
যে জাতি নিজের সংস্কৃতি নিজে গ্রহন করে না, চর্চা করে না, ভালোবাসে না সে জাতির সংস্কৃতি কখনো উন্নত হবে না, সমৃদ্ধ হবে না । বাংলাদেশী সংস্কৃতি, বাঙ্গালী সংস্কৃতি বাংলাদেশীকেই, বাঙ্গালীকেই চর্চা করতে হবে, উন্নত করতে হবে ।
বিষয়: বিবিধ
২২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন