মঞ্চে বসা কণে, পুনপ্রকাশ

লিখেছেন লিখেছেন শেখ সাদী ০৭ এপ্রিল, ২০১৩, ১০:৪১:১১ রাত

মঞ্চে বসা কণে

মঞ্চে বসা কণে,

গাইছে সে আপন মনে।

হলুদে তার দাবি,

কপাল ছুঁতে আসে মামা-মামি।

মঞ্চে বসা কণে,

সংসার হবে তার তরে।

বিয়েতে তার দাবি,

দোয়া করা হয় বেশি।

মঞ্চে বসা কণে

কালকে বিদায় হবে।

সবার কাছে তার আশা,

পায় সে ভালবাসা।

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File