ব্যাচেলরদের জন্য ছড়া
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ২৮ মে, ২০১৪, ০২:১০:২০ দুপুর
যখন আমার থাকার কথা
একটা দুইটা বাবু
তখন আমি বিয়ের চিন্তায়
হয়ে গেলাম কাবু
ছোট ছোট বাবু সোনা দেখলে
মনে লাগে ব্যাথা
রাতের বেলা বাসায় ফিরে
মনেভাসে কত না তার কথা
বাসায় ফিরে খাওয়ার জন্য
যখন ঢুকি রান্নাঘরে
মনটা আমার চিনচিনিয়ে
উঠে শুধুই হাহাকারে
বউ একখান থাকলে পড়ে
থাকত কত খাবার
সোনা বাবু নিয়ে চলত
সোনার একখান সংসার…… জনৈক ভাইয়ের কষ্টে কষ্টান্বিত হয়ে……আজকের এই কয়েকটি লাইন অবিবাহিত বন্ধুদের জন্য
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সূখী হবো ভেবে যেই না করলাম বিয়ে
টের টা পাইলাম বিয়ের দু-মাস গেলে
এখন ভাবিশুধু বিয়ে করে করলাম কি এই ভূল
কথায় কথায় বউ আমার টেনে ছেড়ে চুল
কষ্টের সীমা নাইরে
একলা একা হায়রে
কি আর করা যায়রে।
কষ্টে চোখে নদী বহে
বিয়ের কথা কেউনা কহে
কেউ যদি এগিয়ে আহে
ভালবেসে বাঁধবো বাহে।
টের টা পাইলাম বিয়ের দু-মাস গেলে
এখন ভাবিশুধু বিয়ে করে করলাম কি এই ভূল
কথায় কথায় বউ আমার টেনে ছেড়ে চুল
এউইসাম।ধন্যবাদ ।
কয়েকটা বানী দিলাম পড়াইয়েন, ভাইব্বা চিন্তা পা বাড়াইতে কইয়েন।
১-বিয়েঃ একটি বৈধ ও ধর্মসম্মত অনুষ্ঠান যেখানে দুজন বিপরীত (সাধারণত) লিঙ্গের মানুষ পরস্পরকে জ্বালাতন করা এবং পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করার শপথ নেয় ততদিনের জন্য যতদিন না মৃত্যু এসে তাদেরকে আলাদা করে।
২-সন্ধ্যায় ঘরে ফিরে একটু ভালোবাসা,একটু আদর,একটু কোমলতা পাওয়া - একে এক কথায় কি বলে বলতে পারেন? একে বলে আপনি ভুল বাসায় এসেছেন।
৩-আমি বহুদিন আমার স্ত্রীর সাথে কথা বলি নি, আমি আসলে তাকে কথার মাঝখানে থামাতে চাই নি।
৪-সব বিয়েই সুখের। পরবতী সময়ে একসঙ্গে থাকতে গিয়েই যত ঝামেলা হয়।
৫-আমি আর আমার স্ত্রী জীবনের ২৫টা বছর বড়ো আনন্দে কাটিয়েছি। তারপর আমাদের পরিচয় হল।
বানীগুলো হতভাগা ভাইয়ের একটা ব্লগ থেকে নেওয়া।
মন্তব্য করতে লগইন করুন