হাদিসটির রেফারেন্স দরকার, বইঃ ইসলামী আন্দোলন ও সংগঠন, পৃষ্ঠাঃ ৩৬
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:০৯:২১ সকাল
একদা রাসুল (সাঃ) সাহাবায়ে কেরামদের বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের রাজনৈতিক অবস্থা বিকৃত হয়ে যাবে। এমন লোকেরা ক্ষমতায় থাকবে যদি তাদের অনুসরন করা হয়, তাহলে গোমরাহ হবে। আর যদি তাদের বিরোধিতা করা হয় তাহলে গর্দান উড়িয়ে দেয়া হবে। এরপর সাহাবায়ে (রাঃ) কেরামগন বলে উঠলেন-
এমন অবস্থায় আমরা কি করব হে আল্লাহর রাসুল (সাঃ), উত্তরে রাসুল (সাঃ) বললেনঃ
তোমরা সেই ভূমিকা পালন করবে যে, ভূমিকা ঈসা (আঃ) এর সাথীগন পালন করেছিলেন। তাদের করাত দিয়ে চিরে হত্যা করা হয়েছে। ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, (তবুও তারা আপোষ করেনি, নতি স্বীকার করেনি), এভাবে আল্লাহর আনুগত্যের মাঝে মৃত্যু বরং নাফরমানীর মাঝে বেঁচে থাকার চেয়ে উত্তম।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ يُوسُفَ بْنِ يَعْقُوبَ الْبَلْخِيُّ ، ثنا عَلِيُّ بْنُ حُجْرٍ الْمَرْوَزِيُّ ، ح وَحَدَّثَنَا خَطَّابُ بْنُ سَعِيدٍ الدِّمَشْقِيُّ ، وَالْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ ، قَالا : ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ ، قَالا : ثنا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ ، عَنِ الْوَضِينِ بْنِ عَطَاءٍ ، عَنْ يَزِيدَ بْنِ مَرْثَدٍ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " خُذُوا الْعَطَاءَ مَا دَامَ عَطَاءً ، فَإِذَا صَارَ رِشْوَةً فِي الدِّينِ فَلا تَأْخُذُوهُ ، وَلَسْتُمْ بِتَارِكِيهِ ، يَمْنَعُكُمُ الْفَقْرَ وَالْحَاجَةَ ، أَلا إِنَّ رَحَى الإِسْلامِ دَائِرَةٌ ، فَدُورُوا مَعَ الْكِتَابِ حَيْثُ دَارَ ، أَلا إِنَّ الْكِتَابَ وَالسُّلْطَانَ سَيَفْتَرِقَانِ ، فَلا تُفَارِقُوا الْكِتَابَ ، أَلا إِنَّهُ سَيَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يَقْضُونَ لأَنْفُسِهِمْ مَا لا يَقْضُونَ لَكُمْ ، إِنْ عَصَيْتُمُوهُمْ قَتَلُوكُمْ ، وَإِنْ أَطَعْتُمُوهُمْ أَضَلُّوكُمْ " ، قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، كَيْفَ نَصْنَعُ ؟ قَالَ : " كَمَا صَنَعَ أَصْحَابُ عِيسَى ابْنِ مَرْيَمَ ، نُشِرُوا بِالْمَنَاشِيرِ ، وَحُمِلُوا عَلَى الْخَشَبِ ، مَوْتٌ فِي طَاعَةِ اللَّهِ خَيْرٌ مِنْ حَيَاةٍ فِي مَعْصِيَةِ اللَّهِ "
মন্তব্য করতে লগইন করুন