বিব্রতকর অভিজ্ঞতা
লিখেছেন লিখেছেন শায়লা শারমিন কনিকা ০৬ জানুয়ারি, ২০১৪, ০৭:০৭:৫৩ সন্ধ্যা
প্রায়ই রাস্তায় চলতে গেলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে মেয়েদের। যেমন ভাইয়ার সাতে কোথাও যাচ্ছি, এমন সময় আশপাশের মানুষ এমন ভাবে হা করে তাকিয়ে থাকে, যেন অদ্ভুত কোন দৃশ্য তারা দেখতেছেন। একবার এমন হয়েছে, রিকশায় করে ভাইয়ার সাথে মার্কেটে যাচ্ছি, এমন সময় ভাইয়ার এক পুরনো বন্ধুর সাথে দেখা। তারপর ভাইয়া রিকশা থামালেন। ভাইয়ার বন্দু এমন মন্তব্য করসেন, যা খুবই বিব্রতকর। ভাইয়া তারাতারি বললেন, এটা আমার ছোট বোন। ভাইয়ার বন্দুও কিছুটা লজ্জা পেলেন।
আবার ঢাকায় পাবলিক বাসে করে যখন কোথাও যাই, কিছু মানুষ আছে দেখেও না দেখার ভান করে ধাক্কা দিয়ে যান। বিশেষ করে আমাদের মতো যারা নেকাব পড়ে, এমন মেয়েদের ক্ষেত্রে বেশী হয়।
প্লিজ ভাইয়ারা, মেয়েদের সাথে এমন আচরন করবেন না। আপনাদেরও ছোট বোন আছে।
(আমি কখনো ব্লগ লিখি নাই। তাই এলোমেলো কিচু লেখা লেখলাম)
বিষয়: বিবিধ
১৯০৬ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারো সম্পর্কে না জানলে জিজ্ঞেস করা উচিত। কিছু কিছু মানুষ না জিজ্ঞেস করেই যা মনে আসে বলে দেয়। যা খুবই বিব্রতকর।
আপনাকে স্বাগতম
(হাদিসটি সহিহ এটা আমার জানা মতে সত্য কিন্তু রেফা: স্বরন নাই এ মুহুর্তে)
তাই আমাদের ও উচিত রাস্তায় বের হলে সঙ্গে কোন নারী থাকলে পরিচিত জন জিজ্ঞাসা করার আগেই পরিচয় বলে দেয়া তাহলে আর সমুহ কটু কথা বা ধারনা শুনতে হবে না ইনশাআল্লাহ।
আর যারা বাসে মেয়েদেরকে দেখলে ধাক্কা দেবার মানসে থাকে তাদেকে বলবো..."ওয়াত্তাকুল্লাহ" আল্লাহকে ভয় কর।
সুন্দর লেখা...
মন্তব্য করতে লগইন করুন