পুলিশ গুলি করে মেরে বলে হেফাজত গুলি করছে কি চরম পুলিশের মিথ্যাচার শেইম শেইম শেইম

লিখেছেন লিখেছেন নিব্রাস ০৫ এপ্রিল, ২০১৩, ০৯:২৩:০৪ রাত

পুলিশ ভেবেছে সব সময় গুলি করে বিরোধী দলকে হত্যা করবে। না সব সময় এটা না ও হতে পারে বরং তাদের গুলিতে আওয়ামিলীগ ও মরতে পারে যার উজ্জ্বল দৃষ্টান্ত তারা কিছুক্ষণ আগে স্থাপন করেছে। হত্যা করে সরকারের হাত থেকে বাঁচার জন্য নিরীহ হেফাজত কর্মীদের উপর দায় চাপাচ্ছে। দয়া করে এই গণহত্যা বন্ধ করুন। আপনাদেরও মা, বোন, ভাই-ব্রাদার আছে। সরকার নির্দেশ দিয়েছে বলেই কি সরাসরি পাখির মত এভাবে গুলি করে মানুষ মারবেন? দেখেছেন আজকে কি দশা হয়েছে। মনে রাখবেন শুধু আপনাদেরকে এই দুনিয়াতেই নয় পরকালেও এর জবাব দিতে হবে। যে সকল ভাই এখনও মনে করেছেন আপনারা নিরিহ আপনাদের কখনো সমস্যা হবে না। এটা ভুল চিন্তা ভাই তাই অন্যায়ের বিরুদ্ধে সেচ্ছার হউন। আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে থাকার তৌফিক দিক -আমিন।

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File