বার্ধক্যের গান
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১৪ জানুয়ারি, ২০১৩, ০৩:৫১:৪০ দুপুর
আবার খুঁজে নেব ঠিক -
আমি হারা এই আমার আমিকে।
দিবসের আশে যত পাখিরা বেঁধেছিল আসি গান,
আমাতে তাহারা মিশিয়াছে -
কুসুমের মত প্রাণ।
আজিকে তাহাদের বাঁধা টুটিয়াছে সব,
ধ্বনিছে করুন নিথুরিয়া রব।
আমিও আজিকে তাহাদের মতনে
ঘুমায়ে পড়িব চির যতনে।
যদি চির রজনীর সোমা
থাকে নাহি মোর প্রাতে
তবে চির দিবসের কুসুম ফোটাবো তাতে!
ঝিমায়ে গাহিব আপন সমর গান।
বিষয়: সাহিত্য
৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন