একটি দিঘীর আত্মকথন

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২৪ অক্টোবর, ২০১৫, ০৩:৪৯:৩৪ দুপুর

অনেকদিন হলো ব্লগে আর লেখা হয় না। সময়ের সাথে পাল্লা দিতে দিতে আমি আজ ক্লান্ত তবু ইচ্ছে করে একবার ব্লগ থেকে ঘুরে আসি...

একটি দিঘীর আত্মকথন, একটি পৌরণিক উপাখ্যান, একটি গল্প। সবমিলিয়ে পুরাতনের অস্তিত্বে নতুনের জয়গান। এমন একটি গল্প আপনাদের উপহারের জন্য সাজিয়ে রেখেছি। কিন্তু প্রচণ্ড অনিহার হেতু উপস্থাপন করতে পারছি না। যদি সঠিক তথ্যটি সঠিকভাবে উপস্থাপন না করতে পারি! এমন একটি ভয় মনের পধ্যে থেকেই যায়, কেননা, এ ঘটনার মূল রহস্য যে এখনও অজ্ঞাত। তবুও অল্প সময়ের মধ্যেই আপনাদের সামনে এই উপহারটি উপস্থাপন করব।

বিষয়: সাহিত্য

৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File