অদৃষ্টযাত্রা

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১৩ অক্টোবর, ২০১৪, ০৮:২৬:০০ রাত



আমার এমনি করে রাত্রি এলো

যাত্রা পথে নেমে,

গেলাম ক্ষণিক থেমে।

সম্মুখেতে আলোক রাশি

নীল নয়নে উঠলো ভাসি,

চিরকালের কান্না-হাসি

হঠাৎ গেল থেমে!

আমার হঠাৎ করে এমন ঘোরে

উঠলে কে গো প্রাণে ?!

কেন এমনি করে রাত্রি এলো

যাত্রা পথে নেমে?

যঞ্ঝাসম পরাণ মম

উঠলো দুলে অণুরম,

বাহুর ডোরে বাঁধতে নারী

এমন তুফান কালে।

বাঁধন ভূলে ধাঁধার কোলে

ছিটকে পড়ি বানে।

পিছন পানে হঠাৎ চেয়ে

কি বিভোরে আসছে ধেয়ে !

আঁধার কালো আলো।

কিরণ আলোয় রাত্রি কালো

হঠাৎ ঘুচায়, হঠাৎ আরো,

বিদ্যুৎময় গতিকপারো

থামলো আমার প্রাণে।

হায়, এমনি করে রাত্রি এলো

যাত্রা পথে নেমে !

খুঁজে যারে এমনি করে

শেষ করেছি ভূবণ দোলায়।

আজকে সে যে প্রকাশে রূপ

এমনি করে প্রলয় দুলায়।

ওগো এ কি দেখি!

সম্মুখে যে ঢেড় দাড়ায়ে

তারে খুঁজেই ফিরে দেখি

অন্তরে তার ঘর বসতি

বুঝিনি তার মানে।

তাইতো এমনি করে রাত্রি এলো

যাত্রা পথে নেমে।

বিষয়: সাহিত্য

১০৪৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274007
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৭
218090
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : ধন্যবাদ
274010
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৬
ফেরারী মন লিখেছেন : অন্তরে তার ঘর বসতি
বুঝিনি তার মানে।
তাইতো এমনি করে রাত্রি এলো
যাত্রা পথে নেমে।

Rose Rose Thumbs Up Thumbs Up
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৭
218091
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য
274066
১৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

Thumbs Up Thumbs Up Rose Rose


Day Dreaming Whew!

Praying Praying
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৮
218092
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
274124
১৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৩
কাহাফ লিখেছেন :

অযাচিত নেমে আসা রাত্রিতে
আবেশে ঘুমিয়ে গেলে চলবে না!
রাতের আধারতা কে বিদির্ণ করেই
সম্ভাবনার নতুন দিগন্ত খুজে নিতে হবে।

নান্দনিক কাব্যিকতার জন্যে অনেক ধন্যবাদ.....।
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৮
218093
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
274207
১৪ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৩
জোনাকি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৪
218122
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File