নির্জন রাত্রি

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২০ আগস্ট, ২০১৪, ১২:২৭:২৭ দুপুর



আজ প্রসন্ন এ রাত।

সম্মুখে শুধু আঁধার প্রভাত।

আজিকেরে দেখিবার তরে-

কেন মিছে বারে বারে

ছিন্ন মুকুল, মুছে যাওয়া ভূল

হৃদয় নদীর একুল ওকুল

উতাল বরে!

জানি তারে দেখিবনা আর

কেনদিন, কোন কালে।

তবু পলে পলে

নিদারুন অনল বহ্নিনলে

পুরিবে যে হৃদয়,

তার সব কি হবে ক্ষয়?;

আজি নিশিথের সুনির্মল এ বাতাশ

করিবে কি সেদিন কোলাহল?;

জাগাইবে কি তারে,

যে হৃদয় ডুবে গেছে

আজিকের এ অন্ধকারে?।

জানি তারে দেখিবনা আর

কেনদিন, কোন কালে।

যে কুকু গেয়ে গেছে গান

মÍব্ধ এ অদ্ধকারে।

যে নদী হারায়ে তার পথ

থমকি দাড়িয়েছিল

বলেছিল কথা,

এঁকেছিল ভালবাসর কথা

অন্ধপারাবারে।

সে সব মিলে যাবে সেদিন

আলোকজয়ৎসবে।

জানি তারে দেখিবনা আর

কোন দিন কোন কালে।

তবু পলে পলে

থাকিবে মোর মনে

এ অন্ধকার ঘোরের নিস্তব্ধ নির্জনাটাকু

এ স্তব্ধ তিমির কেটে গেলে।

২১ শ্রাবণ ২৪২১

বিষয়: সাহিত্য

১৩৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256300
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : কল্পনার অথৈ জলে ডুবি দিয়ে তুলে আনা কবিতার শব্দ বুনন আর ভাল ভাসার অনুভূতির প্রকাশ চমতকার।

রহস্যর জালে ঘেরা অতৃপ্ত এ ভালবাসার ইতি টানতে গিয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী জন হকিং ও ব্যার্থতার কথা বলেছেন। আর এ জন্যই অদি অন্তের মানুষেরা এটি নিয়ে মহাকাব্য লিখেও যেন কিছুই লিখা হয়নি।
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৯
199896
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ Click this link। আপনার কমেন্টগুলো আমার প্রেরণার একটি অন্যতম উৎস।
256330
২০ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৮
কাহাফ লিখেছেন : প্রবাসী মজুমদারের মত শৈল্পিক মন্তব্য না দিতে পারলেও,কুসুমাস্তির্ন হোক আপনার আগামী পথ চলা-এই কামনা .........।
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৯
200299
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : আপনার দোয়া সাথে রাখরাম কাহাফ
256389
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কঠিন...... কঠিন Day Dreaming সুন্দর Thumbs Up দারুন Bee চমৎকার Applause Applause
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৩
200300
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : ধন্যবাদ সূর্যের পাশে হারিকেন
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৭
200336
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমাকে আমার ব্লগের লিংক দেয়ার রহস্য বুঝলাম না কবি সাহেব Surprised Frustrated *-Happy *-Happy
256431
২০ আগস্ট ২০১৪ রাত ০৮:১৯
মামুন লিখেছেন : Splendid! Tks Brother Happy
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৫
200301
আতিকুর রহমান ফরায়েজী লিখেছেন : আপনাকেও অসংখ্য mamun ভাই।
258416
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০১
আমি মুসাফির লিখেছেন : গভীর চিন্তা কল্পনাকে আরো গহীন থেকে গহীন জগতে নিয়ে যায় । ফলে হৃদয়ের আকুতি বিৃবত হয়।
অনেক ধন্যবাদ সুন্দর অনুভুতির জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File