শিঞ্জিনী 4
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৯:০৯ রাত
শিঞ্জিনী,
তোমার জন্য আধখানা চাঁদের মত
অপেক্ষমান আমি।
সেকি, আজো জান তুমি?
নাকি বাদলের বরষার মত ভূলে গেলে
সেদিনের কথা!
দাড়িয়ে আমি, তুমি চলে গেলে
সেই হতে আজো আমি একা
বিষয়: সাহিত্য
৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন