পরিবারেই আমরা একেকটা ধর্ষক তৈরি করছি !!

লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ১১ জানুয়ারি, ২০১৩, ০৫:৫৩:৫৬ বিকাল

শিশুর বিকাশ কিভাবে ঘটবে? এই প্রশ্নে অভিভাবকেরা বলেন ভাল প্রতিষ্ঠানে পড়াশুনা করানো প্রয়োজনে ইংলিশ মিডিয়ামে ভর্তি করানো। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাহিরে পাঠানো হলে সন্তান উচ্চ শিক্ষিত হয়ে বিশাল কিছু হয়ে যাবে। দেখা যায় সন্তান বড় হয়ে পিতামাতার দেখা শুনা তো দুরের কথা নিজের স্বাভাবিক জীবনই ঠিকঠাক মত পরিচালনা করতে পারছে না। শিক্ষিত ছেলেদের হাতে নারী নির্যাতন থেকে শুরু করে সন্ত্রাস, নেশা সব কিছুই ঘটছে। তাহলে দোষটা কোথায় প্রতিষ্ঠানে কি তাহলে সঠিক শিক্ষা দেয়া হয় না। সচরাচর দেখা যায় ধর্মনিরপেক্ষতার একটা স্লোগান। মুলত, ধর্মনিরপেক্ষতার আড়ালে ধর্মহীন বানানোর একটা মিশন কাজ করছে। আমাদের মিডিয়ার মাধ্যমে কচি মনগুলোতে বিকৃত মানসিকতার সংস্কৃতি ঢুকিয়ে দেয়া হচ্ছে। ডোরিমনরা যেন তাদের আইডলে পরিনত হয়েছে, ৪-৫ বছরের বাচ্চা বলে আমার গাল ফ্রেন্ড রয়েছে এবং তাকে নাকি সে চুম্মাও দিয়েছে (!) এগুলোর শিক্ষা কোথায় থেকে পাচ্ছে তা অনুসন্ধান করা দরকার। প্রতিটি পরিবারেই আমরা একেকটা ধরষক তৈরি করছি। আজকে যে শিশুটা চুম্মা চাটি শিখছে কাল বড় হলে কি করবে তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। এদিকে শিক্ষা সিলেবাস থেকে বাদ দেয়া হয়েছে নৈতিকতার শিক্ষা। পাঠ্য পুস্তকে ঠাই নেই ধরম ভিত্তিক সিলেবাস। ছোট বাচ্চারা আগে পাড়ার মসজিদে মক্তবে গিয়ে অনেক আদব শিক্ষা করার সুযোগ থাকতো এখন এগুলো প্রায় বন্ধ। খেলা ধুলা এখনকার শিশুরা আর করে না তারা ভিডিও গেম ও ইনডোর গেমে অভ্যস্ত। ফেসবুক নেট-এ তারা অতি আধুনিক শিক্ষার আড়ালে বিকৃত যৌনাচার শিখছে। আর এসব সুপরিকল্পনা করে একটা চক্র যারা চায় না মানুষ ইসলাম শিখে আল্লাহ ভক্ত হয়ে যাক আর তাদের ব্যবসা বন্ধ হয়ে যাক !! বলতে চাচ্ছিলাম অনেক কথা আর না আপাতত এতটুকুই।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File