ট্রফি বিভ্রাট বাংলাদেশ বলেই সম্ভব !!

লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ০২ ডিসেম্বর, ২০১৪, ১১:০৭:৪৯ রাত

শেখ হাসিনা দিবেন ট্রফি একটু ভালা হইতে হইবো তো !! তাই আগে প্রদর্শিত ট্রফি চেঞ্জ কইরা নয়া একখান ট্রফি বানাইয়া দিলাম। আর সম্বাদিক ভাইয়েরা তা ধইরা ফেলাইয়া সম্বাদ ছাপায়া ফেলাইলো “ট্রফি বিভ্রাট”

জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজের ট্রফি দিতে গিয়ে ঘটনাটি সবার নজরে আসে।

সোমবার প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়ার সময় বড় ধরণের বিভ্রান্তি লক্ষ্য করা যায়। ওয়ানডে সিরিজের আগে প্রেস কনফারেন্সে দুই দলের অধিনায়ক এল্টন চিগাম্বুরা এবং মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে সিরিজের যেই ট্রফি নিয়ে দাঁড়িয়েছিলেন, গতকাল দেখা গেলো সিরিজ জয়ের পর মাশরাফির হাতে আরেক ট্রফি!



উল্লেখ্য, এ ধরণের ঘটনা এবারই প্রথম না। এর আগে বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের সবচেয়ে বড় আসরেও এই ঘটনার রেকর্ড রয়েছে।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290742
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৫
অনেক পথ বাকি লিখেছেন : বুঝলাম না কেন এমন ঘটলো Thinking
290758
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


মন্তব্য নিষ্প্রয়োজন
290845
০৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৫৯
শেখের পোলা লিখেছেন : সব সময় হাতের কাছেকি সঠিক টা থাকে? ফটো ওয়ালারা দেরী করতে চায়না৷
290881
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ট্রফির সোনাও মনে হয় চুরি গেছে!!!
290898
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
হতভাগা লিখেছেন : কোন সমস্যা হয়েছে তাতে ?

সিরিজ শুরুর আগের ট্রফির চেয়ে জেতা ট্রফিটাকেই বেশ গর্জিয়াস লাগছে।

নাকি চিগুম্বুরাকে আশা করেছিলেন মাশরাফির জায়গায় ?
০৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৭
234587
বাচ্চা ছেলে লিখেছেন : আসলে তুই একটা হতভাগা- চামচামি করতে করতে বিবেক তোর মইরা গেছে।
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪২
234664
হতভাগা লিখেছেন :
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪২
234665
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File