হেফাজতের ১৩ দফা দেশকে পূনরায় অস্থিতিশীল ও শফি হুজুরদের সুবিধাভোগের মোক্ষম অস্ত্র !!
লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:২৪:৫৮ বিকাল
সোনার বাংলা গড়তে ১৩ দফা! কহিয়াছেন শফি হুজুর। হুজুরের বয়স হইছে রিটায়ার্ড করা উচিত। সোনার বাংলা তো রবীন্দ্রনাথের স্বপ্ন। হুজুর কি রবী ঠাকুরের উম্মত হইয়া গেলো নাকি
খবরদার হুজুরের এই ১৩ দফায় আর কেউ নাচবেন না। হিসেব কইরা লইয়েন আগে? আপনি আল্লাহকে ও তার রাসুলকে ভালোবেসে তাদের ডাকে সাড়া দিতে পারেন। কিন্তু এরা আমগো ভোদাই মনে করে। আমগো অনুভূতি নিয়ে খেলা খেলে। দাড়িয়া হুজুরেরা জানে, আমরা বাংলাদেশী মুসলিমরা ধর্মপরায়ন নই কিন্তু ধর্মানুভূতিশীল। আমরা নামাজ না পড়লেও রাসুলকে গালি দিলে আমাদের গতরে জ্বালা করে। আর এসব অনুভূতি কাজে লাগিয়ে কিছু সুবিধাভোগী হুজুর আমাদের ইমোশন নিয়ে খেলা খেলে, রাজনীতি করে। ডাইকা নিয়া গিয়া গুলি খাওয়াইয়া মাইরা ফেলার ব্যবস্থা করে। পাছে ওরা সেই লাশের উপর খাড়ায়া চুক্তি সন্ধি করে।
শফি হুজুরের কল্যানে ৪০ কোটি টাকার জমি পাইলো হাটহাজারি ব্ড় মাদ্রাসা। খবর প্রচার, হেফাজত তাদের কর্মসূচীতে পরিবর্তন এনেছেন। নিন্দুকেরা কহেন সমঝোতা হয়েছে হেফাজতের সাথে সরকারের। এখন হেফাজত সরকারের বিরুদ্ধে আর কোন টু শব্দ করবে না। যা অভিযোগ শাহবাগের উপর। এই সরকার থাকা অবস্থায় শফি হয়তো ১৩ দফা নিয়ে আর তেনা পেচাপেচিও করবে না। পরবর্তীতে সরকার যদি পরিবর্তন হয় আবার আমাদের ইমোশন নিয়ে খেলা শুরু করবে এই দাড়িওয়ালা কিছু ভীতু সুবিধাবাদী লোক।
সালার হুজুরেরাও দেখি কাহিনীবাজ হইয়া গেছে। কোন সালারে আর বিশ্বাস নাই। নিজের বুদ্ধিতে ফকির হমু এই ভালা।
(মনের রাগ ঝাড়লাম, ভাষাগত ত্রুটি মার্জনীয়)
বিষয়: বিবিধ
১৭২৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি এভাবে না লিখে আরো সতর্ক হতে পারতেন।
সৌয্যর আর সততার
তোমাকেই নিতে হতে
দুনিয়ার নেতৃত্বের ভার।
বিবেকহীন মানুষদের অন্তরাত্মা আত্মহত্যা করেছে বলেই আমরা পুতুলের মতই কথা বলি। ধন্যবাদ। আপনার মনেরজ জ্বালা পড়ে আমিও একটু জ্বালা যোগ করলাম। ভাল থাকুন।
আমার পুরা স্বরণ নেই কোন একটা হাদিসের উদাহরণে পড়েছিলাম জাতীর আলেমরাই জাতী কে ধ্বংশ করবে।
বাস্তবে আমাদের বাংলাদেশর ইতিহাসই তাই।
যারা নিজেদেরকে হক পন্হীবলে মনে করে, তাদের যদি এই দশা হয় জাতী ককে ভাল বলবে।
তারা তো শুধু মাঠে ময়দানে ফতোয়া দিতে থাকে জামাতের বিরুদ্ধে এখন জাতী তাদের কেমন ভাববে।তাদের চরিত্র টা একটু দেখুন।
তবে যে যাই বলুক ভাই,আপনার লেখাটি পড়ে আমরা দুই বন্ধু হাসতে হাসতে কাহিল।তবে আর একটু জোরে হাসলে আমার লুঙ্গি ছিড়ে যাইতো। ধন্যবাদ।
অার ৯০+ তা বুঝতে পারল না। এটাই আমাদের জাতীর জন্য কলংক।
এই জন্যই আল্লাহ পাক বলেছেন,ইমান এনেছ বললেই আমি ছেড়ে দিবো,অবশ্যই আমি পরীক্ষা নেব কে ইমানের দাবিতে সত্য বাদি আর কে মিথ্যা বাদি।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন,আমিন।
আওয়ামী লীগ ও বর্তমান সরকারের প্রশংসা করলেও হেফাজতের ঈমাম আল্লামা শফী হুজুরকে ছাড় দেয়া হবে না। -ইনু
(মনে হয় এটা আওয়ামীলীগের পলিটিকাল চালবাজি)
মন্তব্য করতে লগইন করুন