বাস কন্ট্রাক্টর: ভাড়া? সাদা পোষাকধারী: পুলিশের লোক !!
লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ২৯ অক্টোবর, ২০১৩, ০১:২৭:০০ দুপুর
বাস কন্ট্রাক্টর: ভাড়া? সাদা পোষাকধারী: পুলিশের লোক !!
পাশের সিটেই বসা ছিলাম আমি। শুনে অনেক খারাপ লাগলো। মনে হলো তিনি এ পরিচয় দিয়ে ভাড়া থেকে মুক্তি পেতে চাইলেন। সেই লোককে জিজ্ঞাসা করা হলো, আপনি কই যাবেন? পুলিশ দাদা বললেন, মতিঝিল।
কন্ট্রাক্টরকে বললাম: মামা, এই নাও ভাড়া।
উল্লেখ্য, এতটা নিচে নামতে পারে কেউ!! এতদিন আমরা বলতাম মামা স্টুডেন্ট, ভাড়া নাই। তারপরও অন্ততপক্ষে যা দেবার সামর্থ্য থাকতো তা দিতাম। এখন সরকারী আমলারা কি এক প্রভাব খাটিয়ে ৫ টাকা ভাড়া দিতেও অপারগতা প্রকাশ করছে।
প্রসঙ্গত, সাদা পোষাকধারী পুলিশের পরিচয় দেয়া লোকটি অপমান করার ইচ্ছা না থাকলেও, দরকার ছিল। রাষ্ট্রযন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে, নিজের পকেট থেকে টাকাটা দিয়ে।
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন