মোরা কোটা মুক্ত পিএসসি চাই। কারা ওরা.. রাজাকারের দল... বলে দাও!!! ভিডিও ফুটেজ দেখছি আমি... সব কটা ডিসকোয়ালিফাই

লিখেছেন লিখেছেন রোজবাড ১৯ জুলাই, ২০১৩, ০৫:১২:১৪ বিকাল

দেশের তরুন মেধাবী ছাত্র সমাজের কন্ঠস্বরঃ

আমরা মেধাবী আমাদের কোটা নাই

তবে দাবী মোদের একটাই

বৈষম্য মুক্ত পিএসসি চাই

শেখ হাসিনার হুঙ্কারঃ

যারা বলবে কোটা মুক্ত পিএসসি চাই

তবে তারা ডিসকোয়ালিফাই

ভিডিও ফুটেজ দেখছি আমি

বসে নেই খামাখায়

দৈনিক হলুদ আলোঃ

কোটার নামে মাঠে যারা

জামায়াত শিবির করে তারা

সুশীল (?) বুদ্ধিজীবির দলঃ

মুক্তি যুদ্ধ আমাদের আবেগ

কোটা দিয়েছে তাহাতে বেগ

জাতিকে এগিয়ে নিতে

এখনো দরকার অনেক

ছাত্রলীগঃ

আমাদের বড় নেতারা বলে

শিবির ঢুকেছে নাকি ছাত্র লীগে।

এখন দেখছি

মেধাবীদের নামে

শুধু তারাই কোটা ছুটা করে

বিএনপিঃ

মেধাবীদের নায্য দাবীর সাথে

আমাদের সহমত

তবে ক্ষমতায় গেলে

মানবোই সে দাবী

নেইনি কো শপথ

জাতির বিবেকঃ

মেধাবীরা চালিয়ে যাও

এটা তোমাদের অধিকার

হলুদ মিডিয়া আর বুদ্ধি (পর) জীবিরা

যতই বলুক রাজাকার

নতুন দিনের বাংলাদেশে

দেখতে চাই শুধুই

মেধাবীদের সমাহার

বিষয়: বিবিধ

১৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File