এ কোন্‌ আজব দেশে বাস করছি আমরা! ছাত্রলীগ নেতার প্রেমিকা বলে কথা!

লিখেছেন লিখেছেন রোজবাড ১৫ জুলাই, ২০১৩, ০২:০৭:১৪ রাত



কাব্যশ্রী পাল বর্ষা! তিনি দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়ের প্রেমিকা এবং হবু স্ত্রী। এটাই যেন তার একমাত্র যোগ্যতা! তাই বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে চাকরি তাকে দিতেই হবে।

খবরে প্রকাশ গত শনিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক সভায় কয়েকজন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। কিন্তু তাতে বাধ সাধে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা বিক্ষুব্ধ হয়ে উঠে তাদের গুরু, সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়ের প্রেমিকা হবু স্ত্রী কাব্যশ্রী পাল বর্ষার সেকশন অফিসার পদে চাকরি না হওয়ায়। বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার দু’টি কক্ষে তালা ঝুলিয়ে! শুধু কি তাই? না। এ সময় শিক্ষকরা প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের চিরাচরিত সভাব সুলভ ভঙ্গিতে দুই শিক্ষককে লাঞ্ছিত করে। অবশ্য পরে চলে গিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে যখন অন্য শিক্ষকরা তাদের সহকর্মীদের সাহায্যার্থে এগিয়ে আসে।

অবশ্য হাবিপ্রবির ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ রিয়েল শিক্ষক লাঞ্ছিতের ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, শিক্ষকরাই নাকি ছাত্রলীগ নেতাকর্মীদের লাঞ্ছিত করেছেন!?? শুধু তাই নয় তাদের নেতা কর্মীদের লাঞ্চিত করার সাথে জড়িত শিক্ষকরা নাকি জামায়াত-শিবির ঘেঁষা! অবশ্য এক্ষেত্রে তিনি বলেননি এসব শিক্ষকরা যুদ্ধাপরাধীর বিচার বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত!

যাহোক তাদের নেতার প্রেমিকা কেন চাকরী পেলনা এমন যৌক্তিক দাবীতে এসব শিক্ষকরা তাদের নেতা কর্মীদেরকে আবার কেন লাঞ্চিত করলো? এটা কী ছাত্রলীগ এমনিতেই ছেড়ে দিবে। না আপাতত দিচ্ছেনা। যার পরিপ্রেক্ষিতে তারা এসব শিক্ষক-কর্মচারীদের বহিষ্কারের দাবিতে তারা ক্লাস বর্জন করেছে। শুধু তাই নয়

ছাত্রলীগ নেতা ইফতেখার বলেন, দাবি মেনে নেয়া না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট শুরু করা হবে!

প্রিয় পাঠক কী বুঝলেন! সরকারদলীয় ছাত্র নেতার প্রেমিকা বলে কথা!

সূত্রঃ

বিষয়: বিবিধ

১৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File