সাভার ট্রাজেডিঃ আমরা কী তবে লাশ গননা করে বা লাশের অংশ হয়ে যাওয়ার জন্যই দিনাতিপাত করতে থাকবো!!!!

লিখেছেন লিখেছেন রোজবাড ১০ মে, ২০১৩, ১২:৩৮:২১ দুপুর

এই মুহুর্তে বাংলাদেশে ১০৩৩ শুধু একটা সংখ্যাতাত্বিক কোন ধারণা নয় এটার পেছনে লুকিয়ে আছে কারও ভাই, কারও বোন, কারও ছেলে বা মেয়ে, আবার কারও স্বামী অথবা স্ত্রী হারানোর দুঃসহ বেদনার একটা মাত্রা।



এটা যেনো দরিদ্র খেটে খাওয়া মানুষের জীবনের জয়গান স্বার্থান্বেষী পুঁজিপতিদের স্বার্থের কষাঘাতে ছ্যঁচা খাওয়ার একটা দৃশ্যপট! মানবতার তুলনায় ধণিক শ্রেণীর ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থকে ছাপিয়ে যাওয়ার একটা মূল্যসূচক!

প্রতিনিয়ত আমাদের চারপাশে শোষিত হচ্ছে এই দরিদ্র হতভাগা মানুষগুলো। তাদের শ্রমের বিনিময়েই তৈরী হচ্ছে কারো বড় বড় অট্টালিকা, কেউবা ক্রয় করছে বিলাস বহুল গাড়ী, আবার কারো হাতের কাছেই মিলছে ভোগ বিলাসিতার অজস্র উপকরণ। এসব আরাম আয়েশের মধ্যে থেকে যাদের উপর ভর করে এত কিছু মিলছে তাদের নিয়ে ভাবার এতটুকু ফুস্‌রৎ কোথায়!

মাস শেষে মাইনে যা দিচ্ছি তাতে তাদের তিন বেলা তাদের খাবার মুখে জুটছে কী জুটছেনা সেটার চেয়ে কীভাবে তাদের থেকে সর্বোচ্চ উপযোগীতা (efficacy) আদায় করে নেওয়া যায় সেদিকেই আমাদের চিন্তাচেতনা (reflections) বেশী কর্মতৎপর। রাজনৈতিক স্বার্থে এসব খেটে খাওয়া মানুষদের ব্যবহারের নব্যপ্রচেষ্টা এই তৎপরতাকে দিয়েছে নতুন মাত্রা। অনেকটা আখ চিপে রস বের করা আর কি।

সমাজের কতগুলো অন্যায় একটার পর একটা চেইন আকারে সংঘটিত হয়ে আজকের এই পরিস্থিতিকে অনিবার্য করে তুলেছে সেই হিসাব মেলা ভার। অন্যায় ও জোর পূর্বক অন্যের ভূমি দখল, তারপর সেখানে বিধবহির্ভূত বহুতল ভবন নির্মাণ, নির্মাণে ভবনের নকশা ভেঙ্গে বাড়তি অংশের জন্য বড় কর্তাকে দেওয়া সেলামী প্রভৃতিই এই পরিস্থিতি তৈরীর একটা ভীত্‌ রচনা করেছিল। আর আজ সেটার সফল পরিসমাপ্তি ঘটিয়েছে রাজনৈতিক বিবেচনা, মালিক পক্ষের মাত্রাতিরিক্ত লোভ, প্রশাসনের অদূদর্শিতা ও সর্বপোরি ব্যর্থতা।

আপাত দৃষ্টিতে এ থেকে মুক্তি পাওয়ার আশু কোন সম্ভবনা দেখছিনা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতির অনুপ্রবেশ, কলুষিত রাজনীতি, বৃহত্তর নাগরিক সমাজের মধ্যে সত্যিকারের দেশপ্রেম ও পরমত সহিষ্ণুতার মারাত্বক ঘাটতি, এবং রাষ্ট্রের মৌলিক কিছু বিষয় নিয়ে জনগণের মধ্যে ক্রম দৃশ্যমান বিভাজনরেখা সে দিকটির প্রতিই ইঙ্গিত দেয়। তাই আমাদের মত সাধারণ মানুষদেরকে হয়তো এধরণের সংখ্যাতাত্বিক হিসাব নিকাশে ব্যস্ত থাকার মাধ্যমে বা কোন দিন নিজেই হয়তো এই ধরণের সংখ্যার অংশ হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই সামনের দিনগুলি অতিবাহিত করতে হবে বৈকি!

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File