আবার জেগে উঠবে ইউসুফ বীন তাশফিন, আবার জাগবে সুলতান মাহমুদ, আবার জেগে উঠবে সুলতানা রাজিয়া
লিখেছেন লিখেছেন শহীদ ভাই ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩৯:২৮ বিকাল
আজ ইসলামী আন্দলোনের এক মহা ক্রান্তি কালে এসে জাতি ফের সংকটের মুখে দাড়িয়ে। ইসলামের আলোর প্রদীপকে চিরতরে নিভিয়ে দেয়ার ষড়যন্ত্রে মেতে উঠা কালো হাতগুলো কে এখনি গুড়িয়ে দিতে না পাড়লে এই সব হাত মাটিতে শেকড় গজিয়ে একদিন বিশাল মহীরূহে রূপ পেয়ে ধর্মপ্রান মুসলিমদের বাংলার জমিন থেকে বিলুপ্ত করে দেবে।
আমার প্রিয় এই সবুজ দেশের সংবিধান থেকে ১৪কোটি মানুষের প্রাণের স্পন্দন ইসলামকে মুছে দেয়ার যে চক্রান্ত করা হচ্ছে তা চক্রান্তকারীদের জন্য বড়ই অকল্যান বয়ে আনবে। আমি আশা করছি; খুব শিঘ্রিই আমার সাহসী ভাই ও বোনেরা জেগে উঠবে।
আমি সেই স্বপ্নই দেখি...
আবার জেগে উঠবে ইউসুফ বীন তাশফিন, আবার জাগবে সুলতান মাহমুদ, আবার জেগে উঠবে সুলতানা রাজিয়া, আবার ফিরবে মুহাম্মদ বীন কাশিম...
আগুনের ফুলকিরা নব স্ফুলিঙ্গে ভাঙ্গিয়ে দেবে সত্যের ঘুম।
হে জাতি...
স্মরন রেখো... যতদিননা তোমরা তোমাদের মূলের দিকে ফিরে আসবে ততদিন অত্যাচারী শাসক দ্বারা তোমরা শোষিত হবে। অত্যাচারিত হবে।
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন