সাভারে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঈদ বোনাস প্রদান করেছে সরকার..

লিখেছেন লিখেছেন শহীদ ভাই ০৬ আগস্ট, ২০১৩, ০৪:০৬:৪১ বিকাল

সবাই আমরা ঈদ নিয়ে মহা ব্যাস্ত, কেনা-কাটা চলছে নিজের জন্য ও পরিবার পরিজনের জন্য।

যাকাত ও ফেতরাও দিয়ে ফেলেছি আমরা অনেকেই.....

কিন্তু ভুলে গেছি সাভারের রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের কথা।

যারা ধুঁকে ধুঁকে মরেছে তারাতো মরে বেঁচেছে!!!!!

তারাতো জানতে পারছে না তাদের আয়ের উপর র্নিভরশীল মানুষগুলো কিভাবে বেঁচে আছে।

কোন বোন তার ছোট্ট ভাইটিকে কথা দিয়েছিলো এই রমজানের ঈদে লাল টুকটুকে একটা জামা কিনে দেবে;

কিন্তু মিথ্যাবাদী বোনটা কথা রাখেনি - তাকে ঈদের জামা কিনে না দিয়েই পালিয়ে গেলো না ফেরার দেশে।

আজ সেই ভাইটা সীমাহীন আসমানের দিকে শুন্য দৃষ্টিমেলে তাকিয়ে আছে।

ঠিক এমনিভাবে কোন বাবা তার সন্তানকে কথা দিয়েছিলো,

কোন ভাই তার বোনকে কথা দিয়েছিলো;

কিন্তু কেউই কথা রাখতে পারেনি।

তবুও জীবন থেমে থাকেনি......................

রানা প্লাজায় কর্মরত যে মানুষগুলো মরতে মরতে বেঁচে গেছে তারা তাদের দাবী জানাতে একত্রিত হয়েছিলো সাভার বাজার বাসস্ট্যান্ডে ...

বাংলাদেশের সচেতন সরকার বড্ড ভালোবাসা আর স্নেহ মমতা দিয়ে

আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মারফত সাভারে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ঈদ বোনাসের ব্যবস্থা করেছেন।

ঈদ বোনাসের তালিকায় আছে:

পুলিশ কতৃক লাঠিচার্জ, ১১ রাউন্ড টিয়ারশেল ও ৩৪ রাউন্ড শর্টগানের গুলি

কিন্ত আমার প্রশ্ন হচ্ছে:

এতগুলো মানুষের জন্য এত অল্প ঈদ বোনাসে কি হবে!?

ঈদ বোনস আরও বেশী বাড়িয়ে দেওয়া গেলো না ?????

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File