১৭ জন নাস্তিক ব্লগারের যেই নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে কয় জন ব্লগার ? প্রশ্ন মাহমুদুর রহমানের কাছে ?

লিখেছেন লিখেছেন লিংকন হুসাইন ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৯:১৫ দুপুর

১৭ জন নাস্তিক ব্লগারের যেই নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে কয় জন্য ব্লগার ?

যেই ১৭ জনের ফাসির দাবী নিয়ে এই আন্দোলন হচ্ছে তাদের মধ্যে কয় জন নাস্তিক বা কয় জন ব্লগার , এই আলেমরা কি জানে ? আলেমদের উচিৎ ছিল নিশ্চিত হয়ে তার পর আন্দোলনে নামার এই ১৭ জনের লিস্টে বেশি হলে ৩ জন নাস্তিক আছে , আর এই তিন জনের ফাসি চেয়ে আন্দোলন করা উচিৎ ছিল । যারা ব্লগিং করেন তারাই ভালো বলতে পারবেন এই ১৭ জনের কয় জন ব্লগিং করে ,

১- ডাক্তার ইমরান এইচ এম সরকার ।

২- অমি রহমান পিয়াল

৩- আরিফ জেবতিক

৪- প্রীতিম আহমেদ (সংগীত শিল্পী )

৫ - আসিফ মহিউদ্দিন , স্বঘোষিত নাস্তিক

৬ - কামাল পাশা চৌধুরী

৭ - মাহবুব রশিদ

৮ - লাকী আক্তার (অগ্নি কন্যা )

৯ - মুক্তা ঝড়ে

১০- শালিক আহমেদ অরন্য

১১- মাহমুদুল হক মুন্সী

১২- আলামীন বাবু

১৩- গোলাম মাছুম মারুফ

১৪- কানিস আলমাস সুলতানা কিনু

১৫- জাকির হোসেন রনি

১৬- মোরসালিন মিজান

১৭- নিহত থাবা বাবা (রাজীব হায়দার ) স্বঘোষিত নাস্তিক

এই ১৭ জনের লিস্টে অনেকেই আছেন যারা জীবনে ব্লগিং করেনি , নাস্তিকি তো দূরের কথা ।আমার জানা মতে ব্লগ জগতে তিন জন নাস্তিকের নাম সব চাইতে বেশি শোনা যায় , তারা হলেন আসিফ মহিউদ্দিন , আরিফুর রহমান ওরফে নিতাই ভট্টাচার্য বাড়ি সম্ভাবত কোলকাতা ,রাজীব হাওলাদার থাবা বাবা । আমি মনে করি এই লিস্ট করে কিছু নিরীহ মানুষকে হয়রানী করা হচ্ছে , এমন কি কিছু মানুষের জীবিন বরবাদ করা হচ্ছে । এখানে শাহবাগের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণেই নাস্তিক ট্যাগ লাগানো হয়েছে বলে আমি মনে করি , যেই স্বঘোষিত ৩ জন নাস্তিক আছে তাদের উচিৎ বিচার দাবী করছি ।

আজকে আবার দেখলাম ওলামালীগ ২৪ জন নাস্তিক ব্লগারের নাম প্রকাশ করেছে , বেশির ভাগই শান্ত ব্লগার ।

আল্লাহ্‌ আমাদের সবাইকেই ভালো মন্দ বুঝার তৌফীক দান করুক আমীন

বিষয়: বিবিধ

২৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File