প্রিয় কবিতা

লিখেছেন লিখেছেন জলপাই ১০ জানুয়ারি, ২০১৩, ০৪:২৭:২৩ রাত

রেজাউদ্দিন স্টালিন

বিচ্ছিন্নতা

দীর্ঘ এক বিচ্ছিন্নতা

শত বছরের অশ্বারোহী ঘোচাতে পারে না ব্যবধান

আলোকবর্ষ ধরে ছুটে আসা কোনো নক্ষত্রও না

বাতাসের শনশন

পাতায় পাতায় শিশিরের গভীর পতন

এক পদক্ষেপ থেকে আরেক পদক্ষেপ

এক দীর্ঘশ্বাস থেকে আরেক দীর্ঘশ্বাস

হাহাকার তাড়িয়ে ফিরছে সময়কে

আর যন্ত্রণা হৃদয়কে

যদিও স্মৃতি আত্মসংহারক

আর জ্ঞান বিশ্বাসঘাতক

তবুও জ্ঞান আর স্মৃতিই একমাত্র সহায়

দৃষ্টির আলিঙ্গনে ঘোচে না দূরত্ব

হৃদয়ের সুতোয় সেলাই করা যায় না অদৃশ্য

চুম্বনের লাভায় পোড়া ঠোঁট

চুলের শেকড়ে আটকে থাকা আঙুল

আর শেষ দেখার বিষণ্ন বিকেল

নিরুপায় ফিরে আসতেই হয়

অবিশ্রুত বর্তমানে

যেখানে পায়ের চেয়ে পথের দাম বেশি

এবং স্বপ্নের চেয়ে স্মৃতির

এখন কোন্ শব্দ সংগীতের

আর কোন্ বাণী অমরত্বের

খুঁজতে যাওয়া বৃথা

বিচ্ছিন্নতাই বড় হয়ে ওঠে জীবনের পিঠে

এই অনন্ত শূন্যস্থানে পৃথিবীর সবকিছু মূল্যহীন

একবিন্দু অশ্রুকণা ছাড়া।

বিষয়: সাহিত্য

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File