রাষ্ট্র চলে ...

লিখেছেন লিখেছেন ইকবাল জাবীদ ২২ জানুয়ারি, ২০১৩, ০৫:১৬:১৭ বিকাল



না, বাড়েনা

কষ্মিনকালে

গতর খাটার রেট,

মন পোড়েনা

গরীব বলে

পোড়ে শুধু পেট ।

রাষ্ট্র চলে

তন্ত্রে মন্ত্রে

ছুঃ মন্তর ছুঃ

বিপদ-বালাই

যাচ্ছে পালায়

কেরামতি ফু !

মন্ত্রিসভা

কবিরাজ আর

বৈদ্যে আছে ভরা

ঝাড়-ফুঁক-ই

অবলম্বন

বলেন,কী আর করা !

আর ও আছেন

গণক ঠাকুর

দয়াল বাবার চ্যালা,

কালো বিলাই

হুক্কাহুয়া

চাপের উপর ঠ্যালা ।

তাই, পদ্মা এলো

তিস্তা আসবে

আসতে পারে নোবেল

আজ, গরীবের-ই

ন্যাড়া মাথায়

ভাঙছে রে কদবেল ।

---------------

---------------

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File