আমার ব্লগিং থেকে দূরে থাকার কারন!!
লিখেছেন লিখেছেন তারকা ০২ মার্চ, ২০১৪, ১২:৪৫:৩৪ রাত
অনেকদিন ব্লগিং থেকে দূরে ছিলাম। কিছুটা রাগ আর কিছুটা অভিমান নিয়েই এ সিদ্ধান্ত ছিল। কেন সে রাগ আর কেনই বা অভিমান সেটা আর না-ই বলি.।.।। মানে এখনও পুরোপুরি কাটেনি সেগুলো।
হঠাত আজ ব্লগিং করতে এসে মনে পড়ল আরেকটি কারন ছিল ব্লগিং থেকে দূরে যাওয়ার। আর তা হল ব্লগিং এর প্রেমে পড়ে যাওয়া। এইযে আজ সে সকাল থেকে কয়েকটা লিখলাম, পড়লাম আর কমেন্ট করলাম। এমনকি একবার অনবাংলাদেশ আমারে জানাইতে বাধ্য পর্যন্ত হল- কমপক্ষে দুই ঘন্টা পড়ে পরবর্তী ব্লগ লিখতে পারার কথা। আসলে একটা নেশা-ই ধরে যায় ব্লগিং এ। আসলেই কষ্টসাধ্য। যারা নিয়মিত লিখে চলেন আসলেই একটা দুসাঃসাধ্য কাজই করেন তারা। তাই তাদেরকে নতুন করে ধন্যবাদ দিচ্ছি; আসলেই অনেক কষ্ট করেন আপনারা।
তবে নিজে লিখি আর বিরতি দেই, ব্লগিং এর গুরুত্বের ব্যাপারে কখনই দ্বিমত করতে পারবনা।
ব্লগিং! তোমায় শুভ কামনা। বেঁচে থাক সবার কি-বোর্ডের মধ্য দিয়ে.।.।।
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন