[u]কষ্টের নীল বেদনার এক প্রেমিক ও তাঁর ছলনাময়ী প্রেমিকার মধ্যে কথোপকথন[/u]
লিখেছেন লিখেছেন ইমরান হোসাইন ০৯ জানুয়ারি, ২০১৩, ০৭:০২:৫৩ সন্ধ্যা
প্রেমিকা: হে যুবক তুমি আছ কেমন?
প্রেমিক: ধোঁকা দেওয়ার পর তুমি রেখেছ যেমন।
প্রেমিকা: আর ফুটেছে কি তোমার জীবনে নতুন কোন ফুল?
প্রেমিক: একেবার করেছি, আর কেন করিব ভুল?
প্রেমিকা: কেন, তুমি আমার সাথে করলে এমন ছলনা?
প্রেমিক: ছলনা! কিসের ছলনা, তুমি আমায় বলোনা?
প্রেমিকা: তোমার কি ঐদিন আসেনি আননোউনে মিসডকল?
প্রেমিক: হ্যাঁ, এসেছিল তবে সেটা ছিল আমার বাবার কল।
প্রেমিকা: যাই হোক, তুমি তো এখন অন্যের হয়ে গেছ
প্রেমিক: তারপরও তুমি আমার হৃদয়ে আছ
প্রেমিকা: আচ্ছা তোমার কি মনে আছে সেই গোলাপটার কথা?
প্রেমিক: হ্যাঁ মনে আছে, যেদিন হয়েছিল তোমার সাথে আমার প্রথম দেখা।
প্রেমিকা: এরপর থেকে আমাদের মাঝে কতই না ভালোবাসা
প্রেমিক: আমি কিন্তু চাইনি, তুমিই দিয়েছ অনেকবার ধোঁকা।
প্রেমিকা: একদিন তুমি চাইনিজ রেষ্টুরেন্টে করতে এসেছিলে দেখা
প্রেমিক: তোমার মুখে হাসি থাকলেও আমার মুখটা ছিল বাঁকা
প্রেমিকা: তুমি যদি সেদিন রেষ্টুরেন্টে মানিব্যাগটা করে দিতে উজার!
প্রেমিক: তোমাকে কিভাবে বুঝাতাম, তখন আমি ছিলাম বাবার হোটেলের ম্যানেজার
প্রেমিকা: ভালোবাসা দিবসে কি দিয়েছ কিছু আমায়?
প্রেমিক: ভালোবাসা ছাড়া আর কি দিতে পারি তোমায়?
প্রেমিকা: থার্টি ফাস্ট নাইটে বের হয়েছিলাম দুজনে, মনে পড়ে?
প্রেমিক: পড়বে না কেন, তখন তোমার নগ্ন নৃত্যে দু:খে আমার অশ্রু ঝরে।
প্রেমিকা: তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি বাঁধবো সুখের ঘর
প্রেমিক: তুমি সাজবে কনে, আমি হবো তোমার বর।
প্রেমিকা: কিন্তু না, আর হলো না তোমাকে নিয়ে করেছিলাম যত আশা।
প্রেমিক: এখন তোমায় ঠিকই চিনতে পেরেছি, আমাকে নয় মানিব্যাগকেই দিয়েছ ভালবাসা।
প্রেমিকা: ঠিক আছে, এখন আমাকে যেতে হবে কথা দিয়েছিলাম একজনকে
প্রেমিক: হায় হায়! আবার আমার মতো ফেললে ছলনার ফাদেঁ কাকে?
এরপর ও চলে গেলে তার আর খবর পাইনি অনেকদিন
হঠাৎ এক কিশোরীর আত্মহ্ত্যার খবর দেখলাম পত্রিকায় সেদিন
কিশোরীর আত্মহ্ত্যার কারণ পড়লাম পত্রিকায় বিস্তারিত
শুধুই আমিই নই, সেই ছলনাময়ীর হাতে আরো অনেক যুবক প্রতারিত
আসুন আমরা সবাই সাবধানে প্রেম করি
আমার মতো ছলনাময়ীর ফাদেঁ কেউ না পড়ি।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন