কালো পতাকা মিছিল: ১৮ দলের নাকি শুধুই শিবিরের !!
লিখেছেন লিখেছেন স্বপ্নবাজ ১১ জানুয়ারি, ২০১৩, ০৯:৩৫:৩১ রাত
বহুল আলোচিত ১/১১ উপলক্ষে আজ রাজধানীসহ সারা দেশে ১৮ দলের উদ্যোগে পালিত হয় কালো পতাকা মিছিল। জোটের সব দলগু্লো এতে অংশ গ্রহণ করলেও জোটের দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ করে ছাত্রশিবিরের উপস্থিতি ছিল সবচেয়ে বেশী।
ছাত্রশিবিরের সুশৃংখল দীর্ঘ মিছিল দেখে উৎসুক সাধারণ জনগন বলাবলি করছিলেন- শুনলাম জোটের মিছিল,এখন দেখি শুধুই শিবির আর শিবির! আসরের আজান হলে মাইকের বিরতির আহবানের অপেক্ষা না করেই নামাজ পড়তে সবাই দাড়িয়ে গেলেন সারিবদ্ধভাবে। আর এমন দৃশ্য ক্যামরোবন্দী করতে ব্যস্ত হয়ে উঠল সাংবাদিকদের ক্যামেরা।
বিষয়: রাজনীতি
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন