ঐশী বাবা মাকে খুন করেছে, এনিয়ে নিয়ে কে কি বলছেন দেখা যাক [কাল্পনিক]
লিখেছেন লিখেছেন হাবিবুল্লাহ ১৯ আগস্ট, ২০১৩, ০৪:৪৭:২৫ বিকাল
সাংবাদিকের প্রশ্ন= ঐশী তার বাবা মাকে খুন করেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি?
লতিফ সিদ্দিকী= সেদিন বললাম না, ঘরে ঘরে ঢুকে হত্যা করতে করতে হবে? আজকে আর নতুন করে কি বলব?
জাফর ইকবাল= মডার্ন মেয়ে ঐশী। এই বয়সে একটু এদিক সেদিক হওয়াই স্বাভাবিক। তা মেনে নেয়াই উচিত ছিল বাবা মার। আমার মেয়ে কত কিছুই করছে। আমি কি বাঁধা দিচ্ছি?
সেকুলার মানবাধিকার কর্মী= ঐশী এযুগের মেয়ে। ঐশীর খুন করার অধিকারকে আমরা অস্বীকার করতে পারি না।
সেকুলার রাজনীতিবিদ= বাবা নাকি মাকে খুন করেছে সেটা বড় কথা নয়। বড় কথা হল দেশ। দেশের জনগণের ইচ্ছাকেই প্রাধান্য দিতে হবে। ঐশীর মাধ্যমে জনগণের ইচ্ছাই ফুটে উঠেছে।
আওয়ামীলীগ = মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতেই হবে।
বি এন পি= মানুষের জান মালের নিরাপত্তা বলতে কিছুই নাই।
তসলিমা নাসরিন= এটা আমার আন্দোলনের ফসল। পুরুষ শাসিত সমাজে এরকম ঐশী ঘরে ঘরে তৈরি করতেই আমার আন্দোলন।
মখা আলমগির= ঐশী চাকু নিয়ে খেলছিল। এই সময় বিরোধী দলের একটি মিছিল ঐদিক দিয়ে যাওয়ার সময় ঐশীর সাথে ধাক্কা লাগলে এই হত্যাকাণ্ড ঘটে। এর জন্য বিরোধী দল দায়ী।
সাকা চৌধুরী= আগে মানুষ বাইরে নিরাপত্তাহীন ছিল। এখন ঘরেও নিরাপত্তা নাই।
মাননীয় প্রধানমন্ত্রী= আল্লামা শফির বক্তব্য জঘন্য, অশ্লীল, নোংরা,
সাংবাদিক= আপনি ঐশীর বিষয়ে বলুন।
প্রধানমন্ত্রী= হ্যাঁ তাই তো বলছি। আল্লামা শফির বক্তব্য জঘন্য, অশ্লীল, নোংরা।
সাংবাদিক= আপনি ঐশীর বিষয়ে বলুন দয়া করে।
প্রধানমন্ত্রী= আপনারা তো আমার বিপক্ষে লিখেন। আমার বাবা মাকে এর চেয়ে নির্মম ভাবে খুন করা হয়েছে। কৈ তখন তো আপনারা আসেন নি?
খালেদা জিয়া= এখন মানুষের জান মালের নিরাপত্তা বলতে কিছুই নাই। আগামীতে আমরা ক্ষমতায় গেলে দোষীদের বিচার করব।
শফিউল আলম প্রধান= বাকশালীরা হিন্দুস্থানি সংস্কৃতি আমদানি করে দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
আল্লামা শফি= ধর্মীয় শিক্ষাই মানুষের অন্তরে আল্লাহ ভয় সৃষ্টি করে মানুষকে অপরাধ থেকে দূরে রাখতে পারে
বিঃ দ্রঃ
কারো সাথে মিলে গেলে সেটা কাকতালীয় ধরে নিতে হবে।
বিষয়: বিবিধ
৩৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন