পুলিশ কে বিশ্বাস করা যায়না

লিখেছেন লিখেছেন তিতা করল্লা ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪০:১০ রাত

পুলিশের ভূমিকায় জামাত-শিবিরের খুশী হওয়ার কোন কারণ নেই। কয়েকদিন আগে ডিএমপি কমিশনার নাকি বলেছেন শিবিরকে চেনা যাচ্ছেনা, তারা বেশভূষা পটিয়ে ফেলেছে। নিরাপদে মিছিল-সমাবেশ করতে দিয়ে পুলিশ জামাত-শিবির কর্মীদের চিনে রাখছে, সুযোগ পেলেই ছোবল মারবে পুলিশে। সাপকে বিশ্বাস করা গেলেও পুলিশ কে বিশ্বাস করা যায়না। শিবিরের ছেলেপুলেদের না ধরলে, রিমান্ডে না নিলে তাদের 'রিমান্ড বানিজ্য' কেমনে চলবে।

পুলিশ খালি জামাত-শিবিরের শত্রু নয়, সাধারন জনগনেরও শত্রু। কেউ কোনোদিন থানায় গিয়ে পুলিশের কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছে অথবা ঘুষ না দিয়ে সেবা পেয়েছে --এরকম কথা কেউ দাবী করতে পারবেনা।

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File