আমার রক্তের বৃষ্টিতে ভেসে যাবে শোষণের সকল রাজত্ব- বেঞ্জামিন মলোয়সি

লিখেছেন লিখেছেন তিতা করল্লা ২৪ জানুয়ারি, ২০১৩, ১২:২৭:২০ দুপুর

১৯৮৫ সালে ১৮ অক্টোবর মিথ্যা খুনের দায়ে দক্ষিণ আফ্রিকার কবি, রাজনৈতিক ব্যক্তিত্ব বেঞ্জামিন মলোয়সিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করে। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তিনি লিখে যান আমার রক্তের বৃষ্টিতে ভেসে যাবে শোষণের সকল রাজত্ব, আমি আমার এ নিঃসঙ্গ জীবন দিয়ে গর্বিত। দক্ষিণ আফ্রিকার সেই স্বৈরশাসনের রাজত্ব বেশি দিন টিকেনি। বরং ক্ষমতার মসনদ থেকে চরম লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়। যারা অন্যায়ভাবে শাষণক্ষমতার বলে মানুষকে নির্যাতন করেন তারা জেনে রাখুন এদিন চিরদিন সুদিন থাকবে না।

বিষয়: রাজনীতি

১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File