মিরসরাইয়ে ডাকাতির অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
লিখেছেন লিখেছেন তিতা করল্লা ২০ জানুয়ারি, ২০১৩, ০৯:৩১:০৯ রাত
মিরসরাই প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
শনিবার ভোররাতে উপজেলার ওয়াহেদপুর, ফরফরিয়া ও পদুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজিম উদ্দিন, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন, ছাত্রলীগ নেতা বাবু, ইকবাল ও যুবলীগ নেতা আবু তাহের।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মিলকী জানান, ১১ জানুয়ারি উপজেলার ওয়াহেদপুর এলাকায় দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দল ২২ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ ও মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
Natunbarta.com
Sun, 20 Jan, 2013 03:49:02 PM
বিষয়: রাজনীতি
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন