এক আজিব রাষ্ট্র বাংলাদেশ
লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৫:৩৩ রাত
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল কিছুদিন আগে শাহবাগের প্রজন্ম চত্তরে গিয়েছিল। আমি খুব অবাক হয়েছি যে একটা দেশের জাতীয় ক্রিকেট দল একটা রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান করেছে। আপনি হয়ত বলতে পারেন যে শাহবাগের প্রজন্ম চত্ত্বরে যে গান বাজনা চলছে তা যুদ্ধপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য। আর যুদ্ধপরাধীদের বিচার নিশ্চিত করা একটা জাতীয় দাবি তাই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল শাহবাগের প্রজন্ম চত্তরে আসতেই পারে। হ্যা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ মারা গিয়েছিলেন অনেক নারী ধর্ষিত হয়েছিল এতে কোন সন্দেহ নাই। কিন্তু দেশের প্রত্যেকটা জেলায় যদি ১ জন রাজাকারও থাকে তাইলে এই যুদ্ধপরাধী বিচার ট্রাইব্রুনালে তো অন্তত ৬৪ জন রাজাকারের বিচার হওয়া উচিত। আর তা না করে মাত্র ১০ জন ব্যক্তিকে যুদ্ধপরাধী বিচার ট্রাইব্রুনালে বিচারাধীন করা হল। আর তাছাড়া Skype কেলেংকারীর পর যুদ্ধপরাধী বিচার ট্রাইব্রুনালটা একটা রাজনৈতিক ইস্যুতে পরিনত হয়ে গেছে। আর শাহবাগের প্রজন্ম চত্তরের আন্দোলন টা যে এখন আওয়ামীলীগের নির্দেশেই চলছে তাতে এখন আর কোন সন্দেহ নাই। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কখনই উচিত হয় নি একটি রাজনৈতিক ইস্যুতে নিজেদের অংশগ্রহন করা। আচ্ছা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে আমার এখন একটি প্রশ্ন আপনারা যদি সত্যিই দেশপ্রেমের জন্য শাহবাগের প্রজন্ম চত্তরের আন্দোলনে অংশগ্রহন করে থাকেন তাহলে এখন যে সারাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার আন্দোলন শুরু হয়েছে আপনারা তাতেও অংশগ্রহন করুন। কারন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা দেশপ্রেমের চেয়েও হাজারগুন বেশী শ্রেষ্ঠ। কিন্তু আমি জানি আপনারা সারাদিন শাহবাগের প্রজন্ম চত্তরে যেয়ে নাচগান করতে পারবেন, BPL খেলা বন্ধ করে দিয়ে ৩ মিনিট মোমবাতি হাতে দাড়িয়ে থাকতে পারবেন কিন্তু কখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার আন্দোলনে অংশগ্রহন করতে পারবেন না। আপনারা শাহবাগের প্রজন্ম চত্তরে গিয়েছিলেন মুলত BCB এর সভাপতি পাপন কে খুশি করতে। এতদিন জানতাম রাজনীতিবিদরা ভন্ডামি করে এখন দেখছি একটা দেশের জাতীয় ক্রিকেট দলও ভন্ডামি শিখে গেছে। যাইহোক বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রতি আমার একটাই অনুরোধ আপনাদের ফেইসবুকে তো হাজার হাজার Follower আছে। তো আপনারা চাইলেই তো পারেন ফেইসবুকের মাধ্যমে একটা জনসচেতনা সৃষ্টি করতে যে বাংলাদেশ সরকার যেন অতিশীঘ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ কারী কুলাঙ্গার নাস্তিক ব্লগার গুলিকে এবং স্যামহোয়ার ইন ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ ও সচলায়তন ব্লগের এডমিনদের কে গ্রেফতার করে তাদের ফাসিকাষ্ঠে ঝুলায়। আর তা না হলে দেশবাসী বুঝবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলও এখন থেকে আওয়ামীলীগের একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়ে গেছে। এই পৃথিবীতে রাষ্ট্র আছে অনেক রকম যেমন পুলিশি রাষ্ট্র, কল্যান রাষ্ট্র, হাস্যকর রাষ্ট্র ও আজিব রাষ্ট্র। আমাদের বাংলাদেশ হল এখন একটা আজিব রাষ্ট্র। এইদেশের জনসংখ্যার শতকরা ৯০ ভাগ মুসলমান হলেও এই দেশে প্রতিমূহূর্তে ব্লগ জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ করা হয়। আর যারা ব্লগ জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ করে তাদের কে প্রধান্মন্ত্রীর কার্যালয় থেকে গ্যান ম্যান দিয়ে নিরাপত্তা দেয়া হয়। আবার যখন দেশের সাধারন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ কারী কুলাঙ্গার নাস্তিক ব্লগার এবং স্যামহোয়ার ইন ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ ও সচলায়তন ব্লগের এডমিনদের কে গ্রেফতার করার আন্দোলনে মাঠে নামে তখন সরকার তাদের কে গুলি করে হত্যা করে ফেলে। মুসলিম বিশ্বের মাঝে একমাত্র বাংলাদেশেই কুলাঙ্গার নাস্তিক ব্লগাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে ইচ্ছামত গালিগালাজ করে দেশের প্রধানমন্ত্রী কর্তৃক গ্যান ম্যান উপহার পেয়ে আরো বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ করার উৎসাহ পায়। মুসলিম বিশ্বের বর্তমান শুধুমাত্র ক্ষমতাসীন দলগুলির মাঝে শুধু মাত্র আওয়ামীলীগ নামকই একটা দল আছে যেই দলের নেতাকর্মীরা খাতা কলমে মুসলমান হলেও এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ কারী কুলাঙ্গার নাস্তিক ব্লগারদের কে রক্ষার জন্য মিছিলে নামে! ছি। এই পৃথিবীর মাঝে একমাত্র বাংলাদেশ নামক দেশের জাতীয় ক্রিকেট দলই খেলাধূলা বন্ধ করে ক্ষমাতসীন রাজনৈতিক দলের অনুষ্ঠানে অংশগ্রহন করে! বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ কারী কুলাঙ্গার নাস্তিক ব্লগারদের কে রক্ষার জন্য মাঠে নেমেছে আমার মনে হচ্ছে অতিশীঘ্র বাংলাদেশ এই পৃথিবীর মাঝে একমাত্র Atheist Republic State হিসাবে পরিচিত পাবে। ছি
বিষয়: রাজনীতি
১৬৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন