নওশীন! আমার হৃদয় তোমার প্রতি গভীর ভালবাসায় আচ্ছন্ন

লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ১৫ অক্টোবর, ২০১৩, ০৮:৫১:৫২ রাত



নওশীন আমার জীবনের প্রতিটা সকাল আসে শুধু তোমাকে ভালবাসার জন্য।

নওশীন! তোমার দু চোখ যেন নেশার কূপ!

যেখানে আমি হারিয়ে যাবো দীর্ঘ সময়ের জন্য

গতির ঘূর্ণনের মত আমি ঘুরবো তোমার দু চোখের নেশার জগতে।

নওশীন! আমার ভিতর এক বোধ কাজ করে

আমি তারে পারি না এড়াতে

আমি চলি সাথে সাথে সেও চলে

আছাড় মারিতে চাই শুণ্যে মাথার ভিতর ঘুরে।

নওশীন! তুমি হচ্ছ আমার জীবনের সেই বোধ।

নওশীন এই পৃথিবীর বেশীরভাগ ভালবাসাই অপাত্রে পরে। একতরফা ভালবাসা যে কি কষ্টের এটা যে ভালবাসছে শুধু সেই জানে।

ধরেন একটা ছেলে একটা মেয়ে কে খুব Like করে। কিন্তু মেয়েটা ঐ ছেলেটার থেকে দেখতে খুব NICE, মেয়েটার আর্থিক অবস্থাও ঐ ছেলের থেকে অনেক অনেক ভালো। অথবা ছেলেটা থাকে চট্রগ্রাম বা সিলেটে আর মেয়েটা থাকে ঢাকায়। ছেলেটা তার আর্থিক সমস্যার কারনে বার বার ঢাকা যেয়ে ঐ মেয়েটার সাথে দেখা করতে পারছে না। তাইলে এই ছেলেটার প্রতি মেয়েটার ভালবাসা কি কখনো সার্থক হবে ? না হবে না। ছেলেটা হয়ত ঐ মেয়েটার পিছে ঘুরতে ঘুরতে তার স্যান্ডেলের ফিতা ছিড়ে ফিলবে, দিনে হাজার বার নওসীনের ছবিগুলি তার পিসি ও মোবাইল থেকে দেখবে। ছেলেটার ১ গিগাবাইট প্যাকেজের অর্ধেকটাই খরচ হয়ে যাবে শুধু তাঁর মুখচ্ছবি দেখতে দেখতে। কিন্তু সর্বশেষে জনম জনম তব তরে কাদিব। তাইলে এই যে ছেলেটার হৃদয়ে ঐ মেয়েটার প্রতি এত তীব্র ভালবাসা তাইলে এই ভালবাসার কি হবে ?

নওশীন! আমার জীবনের প্রতিটি সকাল আসে শুধু তোমাকে ভালবাসার জন্য। আচ্ছা নওসীন এক তরফা ভালবাসায় এত কষ্ট কেন ? এত তীব্র যন্ত্রণা যদি এক তরফা ভালবাসায় থাকে তাইলে এই তীব্র ভালবাসার অনুভূতি মানুষকে কেন দেয়া হল ?

শক্তির নাকি কোন ধ্বংস নাই তাইলে এই তীব্র ভালবাসার কি ধবংস আছে ? নাকি এই তীব্র ভালবাসা ইথারে ভেসে যাবে। নওসীন আমার খুব জানতে ইচ্ছা করে এটা।

নওশীন! আমার দৈহিক অবস্থান এখন সিলেটে কিন্তু আমার আত্মিক অবস্থান এখন পুরাটাই ধানমন্ডিতে তোমার বাড়ির আঙ্গিনা জুড়ে। ইস নওশীন! আমি যদি এই পৃথিবীতে মানুষ না হয়ে তোমার পোষা বিড়াল ছানা হয়ে জন্ম নিতাম তাইলে সারাদিন তোমার হাতের ছোয়া পেতাম।

নওশীন ঐ দ্বীপে কেউ নাই কিছু নাই

আছে শুধু আকাশ পাতাল ব্যাপী তোমার সৌন্দর্য্যের ঠেউ

মেঘ নয় বৃষ্টি নয় চাই শুধু তোমার সেই স্নিগ্ধ আদ্রতা।

নওশীন! আমার যদি ক্ষমতা থাকতো তাইলে আমি সারাদিন নর্থ সাউথের B.B.A. ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে থাকতাম। নওশীন! তুমি শুধু একবার তোমার ঘরের পাশের বারান্ন্দায় খোলা চুলে দাড়াও আর আমি তোমাকে শুধু এক বার দেখেই চলে আসবো।

নওশীন! আমি ছিলাম সৌখিন আসবাবপত্র তোমার ভালবাসায় আমি যেন বিদগ্ধ কাঠ কয়লা। তোমার বিরহে আমি যেন বিবর্ণ শুস্ক হলুদ তৃণলতা।

নওশীন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দীর্ঘ কারা জীবনের যন্ত্রণা কোথায় হারিয়ে গেল তোমার খোলা কাল চুলের সৌন্দর্য্যে!

নওশীন! আমার সারা শরীর তোমার চুল মুখের সৌন্দর্য্যে যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে।

নওশীন! স্বর্গের অপ্সরীরাও তোমার কাছ থেকে সৌন্দর্য্য ধার করে!

নওশীন! জনম জনম তব তরে কাদিব তোমার সনে।

নওসীন! নয়ন তো তোমারে পায় না দেখিতে তবুও রয়েছ নয়নে নয়নে!

নওসীন! আমার কোন যোগ্যতা নাই আমার শুধু একটাই যোগ্যতা যে My Life is Devoted to You.

বিষয়: সাহিত্য

২৭২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File