নওশীন তোমার তারকাচন্দ্র ২ টি চোখের প্রতি আমার মুগ্ধতা
লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ১৩ অক্টোবর, ২০১৩, ০৭:২০:৫৭ সন্ধ্যা
নওশীন শুধু তোমাকে দেখার পর থেকে তাই আর আমি এই সৌর জগতের কিছুই দেখি না;
নওশীন তোমাকে দেখার পর আমার মুখ হল বাক্যহারা,
চোখ অন্ধ দৃষ্টিহীন।
নওশীন তোমার অলকগুচ্ছে,
তারকাচন্দ্রের ন্যায় তোমার ২ চক্ষু এই পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকলা।
নওশীন তোমার মুখচ্ছবির সৌন্দর্য্যের কাছে ম্লান বেহেশতের সকল সৌন্দর্য্য।
স্বর্গের অপ্সরীররাও তোমার কাছ থেকে সৌন্দর্য ধার করে।
নওশীন তোমার ২ চোখের দিকে চেয়ে মনে হয় এই বুঝি আমি দাঁড়ালাম আমার ময়ূরাক্ষী নদীর পাড়ে,
তোমার ২ চোখের সৌন্দর্য্য যেন এক কুয়াশা ডাকা এক মনোরম ভোর।
তোমার ২ চোখ যেন মরুর বুকে শ্যামল ছায়া
তাই তোমার ২ চোখের দিকে চেয়ে পার হয়ে গেল আমার পুরাটা জীবন।
তোমার আমার মাঝে দিনরাত্রির মতো এই যে দূরত্ব, তা সত্য।
হয়তো হবে না কখনো আমাদের যৌথজীবন
হয়তো হবে না কখনো আমাদের মুখামুখী বসা
অপলক তোমার চোখের দিকে তাকিয়ে থাকা
তবুও তোমার প্রতি আমার এই দীর্ঘশ্বাস দিনরাত্রির মতই সত্য, চিরসত্য।
তোমার পথে চলতে আমার চরন তত্প্র
তোমার বাড়ি যেইখানে হোক সেই তো মনোহর।
না আমি তো আর আমন্ত্রিত নই তাই
তোমার বাড়ির পাশে
অনাহুত ২ টি কুকুর ও আমি সারাদিন তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকি।
নওশীন তোমার অলক নেত্রের খোঁজ পেয়েছি আমি বহুকষ্টে,
এটা যেনো সাপের ফনার কাছ থেকে তোলা আনা জলপদ্ম;
তাই সব ভুলে গেছি আমি শুধু তোমাকে রেখেছি মনে
দীর্ঘ ঘুমে স্বপ্নে জাগরনে তোমার মুখটা ভেসে উঠতেই
আমি সুরমা নদীর মায়াপাশ ছিন্ন করে
বিকাল সাড়ে চারটায় উপবন ধরেছি।
নওশীন আমার জীবনের প্রতিটা সকাল আসে শুধু তোমাকে ভালবাসার জন্য।
বিষয়: বিবিধ
২১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন