ক্বারী মিশারী রাশীদ আল আফাসি
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ১৬ জানুয়ারি, ২০১৩, ১১:২৯:৫৮ রাত
মুসলিম বিশ্বে সুপরিচিত নাম,সুপরিচিত কন্ঠ ,বিখ্যাত স্বনাম ধন্য মুসলিম ব্যক্তিত্ব একনামেই সবাই যাকে চিনে তিনি হলেন মিশারী রাশীদ আল আফাসি।আসুন আবারো পরিচিত হই এই বিখ্যাত ব্যক্তিত্বর সংগে-
এই মহান ব্যক্তির জন্ম স্হান কুয়েত।১৯৭৬ সালের ৫ ই সেপ্টেম্বর তিনি জন্ম গ্রহন করেন।
শিক্ষাজীবন শেষ করেন Islamic Universityof Madinah হতে।তিনি একজন জনপ্রিয় ক্বারী এবং তিনি সাতটি রীতি তে কুরআন তিলাওয়াত করতে পারদর্শী । শুধু তাই নয় তিনি তার সুললিত কন্ঠে অসংখ্য ইসলামিক নাশিদ ও অগনিত ভক্ত দের জন্য উপহার দিয়েছেন।
কর্মজীবনে তিনি ইমাম হিসেবে রত আছেন কুয়েতে মসজিদ আল কাবির গ্রান্ড মসজিদ এ।প্রতি বছর রমাদানে সালাতুততারাবীহ'র ইমামতি তিনি ই করেন।
২০০৮ সালে ২৫শে অক্টোবর Arab Creativity Union in Egyptহতে তিনি প্রথম আরব ক্রিয়েটিভিটি অস্কার লাভ করেন।
ক্বারী মিশারী রাশীদ আল আফাসি আমেরিকা সহ অনেক জায়গা ভ্রমন করেছেন ইসলামের দাওয়াত পৌছিয়েছেন।সম্প্রতি Dubai International Peace Convention 2012 তে অনুস্ঠিত কনফারেন্স এ সম্মানিত মেহমান হিসেবে ছিলেন,উনার সুললিত কন্ঠের তিলাওয়াতের মাধ্যমে ই
মূল অনুস্ঠান শুরু হয়,এছাড়া নামাজের ইমাম হিসাবেও দায়িত্ব পালন করেন,মূল অনুস্ঠানের সৌন্দয
আনয়ন করেন নাশিদ পরিবেশন করে।
সম্মানিত ইমাম তার বিবাহিত জীবনে স্ত্রী এবং দুই কন্যা সন্তান নিয়ে আছেন।
অসংখ্য ভক্ত রয়েছে ক্বারী মিশারী রাশীদ আল আফাসি'র।আমরা সবাই আল্লাহ সুবহানাতাআলার নিকট আমাদের সুপ্রিয় ক্বারীর জন্য দোআ করি আল্লাহ সুবহানাতাআলা উনাকে হায়াতে তাইয়্যেবা দান করুন,ইসলামের খিদমতে উনাকে নিয়োজিত রাখুন।
বিষয়: বিবিধ
১৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন