কোন কাননের ফুল গো তুমি

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ২৫ মার্চ, ২০১৩, ১২:২০:০৭ রাত



প্রথম যেদিন তোমায় আমি দেখেছিলাম

স্নিগ্ধ পরশ মনটাকে ছুঁয়ে দিয়েছিলো!

তোমার সাথে যখন কথা বলেছিলাম

সরলতার মৌনতায় মনটা অভিভূত হয়েছিল!

কখনো নিজের কোন কথা বলতে না

সকলের ভাবনায় নিজেকে করেছিলে বন্দনা

সকলের সুখের জন্য তাই তোমার আরাধনা!

কখনো তুমি লাস্যময়ী কখনো মায়াবিনী

কখনো তুমি বিজয়িনী কখনো মনহারিনী

কখনো তুমি বীরংগনা কখনো চপলা হরিনী!

তোমার তুলনা তুমি নিজেই তাই খুঁজিনা আয়না

যখন তুমি রাগ করো ধরো যে কতো বায়না!

হয়ে থাকো অপরাজিতা সকল অসত্য পরাজয়ের নিকট

হয়ে থাকো অনিন্দিতা সকল অন্যায় নিন্দুকের নিকট!

কৃষ্নচূড়া হয়ে রাংগিয়ে যাও রক্তিম ভালোবাসার রং

জলময়ূরী হয়ে শুষে নাও শোকের নিকষ কালো রং

ঘাস ফুল হয়ে ছড়িয়ে দাও চিত্তে সজীবতার দোলা

কোমলতায় কল্যানে রেখে যাও বিশ্বজাহানে মনের ছোঁয়া

তোমায় নিয়ে এই মন আমার খুঁজে ফিরে কত রং

দোহাই তোমার নিজের খেয়াল রাখতে আর করোনা ঢং!

বিষয়: বিবিধ

৩৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File