দীপ জ্বেলে যাই

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ০৬ অক্টোবর, ২০১৫, ০২:৫২:৫২ রাত



হাসপাতালে ঢুকতেই কড়া স্যাভলনের তীব্র গন্ধটা নাকে এসে লাগে । বিষাদে ছেঁয়ে থাকা বুকের ভিতর বিরহের ঝড় উঠে, উলট পালট করে দিটে চায়, দুমড়ে মুচড়ে দিতে সমস্ত কিছু! জমে থাকা কষ্টের মেঘগুলো দুচোখে নীরবে বৃষ্টি ঝরায়!

সামিয়া আজ ডাক্তারের কাছে ভিজিটে এসেছিলো, দুই দুইটা অ্যাক্সিডেন্টের পর হাসপাতাল জায়গাটা কারাগারের মতো মনে হয় ।ডাক্তারের রুম থেকে বের হয়ে লম্বা করিডোর ধরে হাঁটতে থাকে সামিয়া। হাঁটতে হাঁটতে যখন থামলো, তাকিয়ে দেখে সামনে দেয়াল ছাড়া কিছু নেই! বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোন জায়গায় আসলো ? অবচেতন মনে হাঁটছিলো, হাসপাতাল থেকে বের না হয়ে উল্টো দিকে চলে এসেছে! আবার ঘুরে মাঝখানের সিঁড়ি বরাবর আসতেই বড় বোন সাবিহার সাথে দেখা পেয়ে যায়।

-আপু, তুমি হাসপাতালে যে? কি করছো এখানে? শরীর খারাপ নাতো তোমার?

-তোর কান্ড কারখানা দেখছিলাম দাঁড়িয়ে ! হাসপাতাল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতেই তুই হিমশিম খাচ্ছিস আর এতোটা পথ কিভাবে বাসায় যাবি একা বলতো ? সাথে কাউকে আসতে দিলি না, এতোটা একরোখা হওয়া কি ঠিক বল? ( অভিমানী কন্ঠে বড় বোন সাবিহা)

-না, একটু অন্যমনস্ক ছিলাম তো তাই! তুমি কি করতে এলে?(শুকনো একটু হাসি দিয়ে সামিয়া)

-আমি এসেছি তোকে নিয়ে যেতে। নিজে তো যাবি না, কাউকে পাঠালেও সাথে যাবি না, তাই নিজেই এসেছি । চল, এখআন থেকে সোজা আমার বাসায় যাবি! ( দুই বোন হাঁটা ধরে বাসার উদ্দেশ্যে)

- কিন্তু আপু, ওকে তো বলা হয়নি! আর এভাবে বিনা নোটিশে যাওয়া কি ঠিক হবে? ( দ্বিধাযুক্ত কন্ঠে সামিয়া)

- আমি কথা বলেই এসেছি শফিকের সাথে। তুই কোন টেনশন করিস না। আর শফিকও অফিস শেষ করে চলে আসবে বললো, সুতরাং চিন্তার কিছু নেই।

তবু সামিয়া স্বস্হি পায় না, জীবনে যে বিপর্যয়গুলো এসেছে তারপর থেকে অনেক বদলে গিয়েছে সামিয়া! কোথাও যেতে তো ইচ্ছা করেই না, কারো সাথে কথা বলা, আড্ডা দেওয়া, বাইরে যাওয়া সবকিছুতেই অশান্তি আর বিরক্তি অনুভব করে!

পুরোটা পথ সামিয়া চুপচাপ গাড়িতে বসেই ছিলো, বড় বোন প্রশ্ন করলে হ্যা, না সংক্ষিপ্ত উত্তরে কাজ সেরেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে এক সময় গন্তব্যে চলে আসে দু -বোন।

দরজা দিয়ে ঢুকতেই বিশাল বড় ছিমছাম ড্রয়িং রুমটা চোখে পড়ার মতো সুন্দর করে সাজানো- পরিপাটি। পরিচ্ছন্ন - পরিশীলিত রুচির ছাপ চারিপাশে। বড় বোন সাবিহা প্রায় বলেন বাসায় আসতে । সামিয়ারই সব কিছুতে প্রচন্ডরকম অনীহা। তাই বছর খানেক হয়েছে আসা হয়না!

মনে পড়ে গতবছর শীতের শুরুতে সবাই আপার বাসায় একত্রিত হয়েছিলো, সামিয়ার তখন সবে মাত্র বিয়ে হয়েছে। সবাই মিলে কত আনন্দই না করেছিলো। এখান থেকে যাওয়ার পর পরই প্রথম বার কনসিভ করেছিলো । খুব প্রতীক্ষিত না হলেও অনাকাংক্ষীতও ছিলনা বরং হঠাৎ বৃষ্টির মতো একপশলা সুখের হাওয়া বইয়ে দিয়েছিলো সামিয়া-শফিকের নব জীবনে! কিন্তু সুখেরা বেশি দিন স্হায়ী হতে পারেনি! তিনমাস যখন ছুঁই ছুঁই তখন মিসক্যারেজ হয়ে যায়!

প্রথমবারের দুর্ঘটনার পর সামিয়ার ভিতর মাতৃত্বের অনুভূতি মাথাচাড়া দিয়ে ওঠে! নতুনভাবে স্বপ্ন দেখতে থাকে আবার কবে মা হবে! নতুন পরিকল্পনা এবং ডাক্তারদের সাথে কাউন্সিলিং চলতে থাকে আবার এক চন্দ্রীয় অতিথির শুভাগমনের অপেক্ষায় !

অবশেষে এক সুন্দর সকালে সুসংবাদ দরজায় কড়া নাড়ে! নতুন অতিথির সুসংবাদ শুনতে পেয়ে সবার সে কি খুশি! বারে বারে ফোন করা, সাবধান করে দেয়া, খোঁজ নেয়া, কি খেতে ইচ্ছা করে, বমি হয় কিনা, গন্ধ লাগে কিনা কতকিছু ! সামিয়া নিজেও সচেতন ছিলো, সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পেটে যেনো বাড়তি চাপ না পড়ে কত ধীরে ধীরে সে নিচে নেমেছে, উপরে উঠেছে! সামান্য ছোট্র ব্যাগও তাকে নিতে দেয়া হয়নি পেটে চাপ পড়বে বলে । বেশিক্ষন দাঁড়িয়ে রান্না করলে কষ্ট হবে তাই সব শর্ট কাট রান্না! সামান্য শারীরিক অসুস্হতা ছিলো তারপরো মনের মাঝে একগুচ্ছ সুখেরা বাসা বেঁধেছিলো!

প্রথম থেকেই সামিয়া -শফিক চেয়েছিলো তাদের নবাগত সন্তান ইসলামিক আদর্শে গড়ে উঠবে। শফিক রোজ সকালে জোরে জোরে কোরআন তিলাওয়াত করতো যেনো তাদের গর্ভস্হ সন্তান পৃথিবীতে আসার আগেই পবিত্র বানী শুনতে পায়! দুজনেই সুন্দর সুন্দর দোআ পড়ে সন্তানের জন্য দোআ করতো! এভাবেই কাটছিলো সুন্দর সময়গুলো! সময়ের পরিক্রমায় সামিয়ার পেটের আকার বড় হতে লাগলো। দুজনে মিলে একসাথে যখন বিকেলে চায়ের টেবিলে গল্প করতো হঠাৎ কোন হাসির কথা আসলে দুজনেই যেই হেসে উঠেছে ওমনি পেটের মধ্য থেকে ওদের বাবু হাত- পা নাড়িয়ে নিজের অবস্হান জানান দিতো যে আমিও আছি তোমাদের সাথে এই সুখ আলাপনে! ওরা তখন দুজনে মিলে পেটে হাত দিয়ে আদর করে দিতো!

দিন ঘনিয়ে আসছিলো, বিশাল পেট নিয়ে সামিয়ার হাঁটাচলা করতে বেশ কষ্ট হয়! হাতে পায়ে সামান্য পানিও এসেছে! এখন শুধু নতুন একটি সুন্দর দিনের অপেক্ষা!

রাতে ঘুমের মাঝে প্রচন্ড পেট ব্যথা করে সামিয়ার, অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে আসলে তৎক্ষনাৎ ডেলিভারি ওয়ার্ডে নেয়া হয়। অনেক আশার প্রদীপ জ্বালানো মুহূর্তের অপেক্ষার অবসান হয় তথাপি জগত আঁধারের নিকষ কালো অন্ধাকারে ঢেকে যায়! একটি মৃত কন্য সন্তান জন্ম নেয় সামিয়ার!

বুকভরা কষ্ট নিয়ে খালি হাতে, শূন্য কোলে বাড়ি ফেরে সামিয়া শফিক দম্পতি । তারপর থেকেই মনমরা হয়ে থাকে সামিয়া! বুঝতে পারে সবই জীবনের পরীক্ষা তবু..কেন যে মন মানেনা... বোঝে না..

দুপুরের খাবারের পর দু-বোন ছাদে বসে টুকটাক গল্প করছে, বড়বোনই সব কথা বলে সামিয়া শুধু হু হা করে মাথা নাড়ায়! সেই কখন থেকে ফুলগাছ গুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সামিয়া! বড়বোন বুঝতে পারে বেচারীর মানসিক অবস্হা! এমতাবস্থায় সহানুভূতির বানী শোনানোও যে দুরহ!

এক পর্যায়ে চল হাঁটি, বলে উঠে দাঁড়ায় ! দুজনে সামান্য হেঁটে ছাদের কার্নিশ বরাবর গোলাপ গাছ গুলোর কাছে আসে। বড়বড় দুটি গোলাপের পাশে ছোট্র একটি কলি! আঁধ বোজা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায়! ফুল পবিত্রতার প্রতীক তাই হ্য়তো ফুল দেখলে মন ভালো হয়ে যায় সবার! সাবিহা ফুলের কলিটা ছিড়ে নিয়ে সামিয়াকে দিয়ে বললো- এই আঁধ বোজা অপ্রস্ফুটিত কলিটাকে ফুটিয়ে তোলতো!

সামিয়া কিছুটা অবাক হয়, ভ্যাবচাকা খেয়ে কলিটা হাতে নেয়। এতো সুন্দর যদিও অর্ধ প্রস্ফুটিত! কি সুন্দর পাঁপড়ি গুলো একে অপরের সাথে একেবারে লেগে লেগে পরম মমতায় জড়িয়েআছে! কিন্তু পাঁপড়িগুলোকে জোড় করে মেলে দেয়া বা ফুটিয়ে তোলাতো অসম্ভব! কোন মানুষের পক্ষেই তা সম্ভব নয়!

দেখ, সামান্য একটা আধঁফোটা গোলাপের কলি, আল্লাহ কি সুন্দর করে এটাকে সৃষ্টি করেছেন তাইনা? আমরা নিজেদের যতোই শক্তিশালী মনে করি না কেনো আমরা কেউ পারবো না কলিটাকে পূর্নাংগ ফুলে রুপান্তরিত করতে! অথচ এটা আল্লাহ সুবহানাহু তা'য়ালার জন্য কত সহজ! তিনি যা চান তাই ঘটে! তিনি যদি চান এই কলি প্রস্ফুটিত হয়ে পূর্নাংগ ফুল হয়ে সুরভি ছড়াবে, ফুল বাগানের সৌন্দর্য বর্ধন করবে তবেই ফুলটি ফুটবে আর তিনি যদি চান এই কলি ফুল হয়ে কখনোই ফুটবেনা পৃথিবীর কারো সাধ্য নেই সেই ফুল ফোটাবার! সেই কলি অবেলায় ঝরে যাবে!

দুনিয়ার স্বল্প জীবন আমাদের জন্য পরীক্ষাকেন্দ্রের মতোন। স্বামী, সন্তান, সম্পদ সব কিছুই দুনিয়ার জীবনের সাময়িক সৌন্দর্য্য উপকরন! আল্লাহ তার বান্দাদের প্রিয় জিনিষের দ্বারাই পরীক্ষা করেন, পরীক্ষা যত কঠিন, পুরষ্কার ততো দামী! যাদের উপর পরীক্ষা নেয়া হয় তারাই বুঝতে পারে কত কঠিন এই পরীক্ষা। কত কঠিন বিপদে -দুঃখ -কষ্টে অন্তরে এবং মুখে হাসি ফুটিয়ে আল্লাহ'র সিদ্ধান্তের কাছে মাথা নত করা! এক্ষেত্রে ধৈর্য বা সবর মুমিনদের গভীর অন্ধকার বিপদসংকুল কন্টকাকীর্ন পথে আলো হয়ে পথ দেখায়। এই সবরের আলো সূর্যের আলোর মতো প্রখর, তেজস্ব! হাদীসে এই আলো কে "দ্বিয়া" বলা হয়েছে। যখন বান্দা সকল সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে সবর করে তখন যতই প্রতিকূলতা আসুক না কেনো সবর করে তখন তা দ্বিয়া হয়ে আলো জ্বালিয়ে জীবনকে আলোকিত করে তোলে! শুধু একটু সময়ের দরকার আলোকিত হওয়ার!

তোর জীবনে বড় বড় দুইটা ঘটনা ঘটেছে, এর জন্য কেউ দায়ী নয়! আল্লাহ তো আমাদের সৃষ্টি করার ৫০,০০০ বছর আগেই আমাদের তাকদীর লিখে রেখেছেন তাই আমরা যারা মুমিন হতে চাই মুমিনের কর্তব্য হবে হতাশ না হওয়া, ভেংগে না পড়া! এক্ষেত্রে ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। প্রবল ইচ্ছাশক্তি অপরাজেয় হাতিয়াড়ের কাজ করে।

সামিয়া নিরবতা ভেংগে বড় বোনের দিকে তাকায়, মনের মাঝে যে অন্ধার কালো মেঘেরা গুমোট হয়ে ছিলো তাই এখন বড় বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ে! আপু,আসলে বুঝি! তারপরো কষ্ট হয়! ইনশা আল্লাহ চেষ্টা করছি সর্ববস্হায় আল্লাহ'র সিদ্ধান্ত সন্তুষ্টচিত্তে মেনে নিতে তোমরা শুধু আমার জন্য দোআ করো আমি যেনো সফল হতে পারি!

বড় বোন সাবিহা দুহাত দিয়ে বোনর চোখের অশ্রু মুছে দেয়। সামিয়া পরম মমতায় বোনের বুকে নিজেকে এলিয়ে দেয়!



বিষয়: বিবিধ

১৮২০ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344624
০৬ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৯
286011
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!

অনেক অনেক শুকরিয়া! Praying
344625
০৬ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কিন্তু পাঁপড়িগুলোকে জোর করে মেলে দেয়া বা ফুটিয়ে তোলাতো অসম্ভব! কোন মানুষের পক্ষেই তা সম্ভব নয়!
তাবারাকাল্লাহু আহসানুল খালিকীন

আমি এমন কিছু সামিয়াকে খুব কাছে থেকে দেখেছি-
এ কষ্ট অনুভব করা অন্যের জন্য অসম্ভব, এমন কি স্বামীর জন্যও নয়!!


জাযাকিল্লাহ..
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৩
286012
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!
মেয়েদের সাথে মাতৃত্ব এমন সুগভীর ভাবে জড়ানো থাকে যেমন থাকে ফুলের সাথে রেনু! এই অভাববোধ, কষ্ট যাদের উপর দিয়ে যায় কেবল তারাই এই কষ্ট বুঝতে পারে! আল্লাহ এরকম প্রতিটি পরিবারের সহায় হোন, সবর করার তৌফিক দান করুণ!

অনেক অনেক শুকরিয়া আপনাকে। বারাকাল্লাহ ফিক। Praying
344640
০৬ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪৩
মু নূরনবী লিখেছেন : অনেক ভাল লাগল।

তোমরা ব্লগ থেকে হারিয়ে যাচ্ছো আর ব্লগেও মন টিকে না...

কি সব ফালতু লেখায় ভরে থাকে!

নিয়মিত হওয়া যায় না আপু?...

আমি তো লেখক থেকে পাঠক বনে গিয়েছি...
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৯
286013
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

কোনো এক বইয়ে পড়েছিলাম যখন কেউ নিজের ঘরে আগুন জ্বলতে দেখে তখন পাশের বাড়ির মানুষের অপেক্ষায় থাকে না ঠিক এভাবেই আজ আমাদের প্রিয় অংগন টুডেব্লগ লড়াই করতে করতে শেষপ্রান্তে _ আমাদের সবার সম্মিলিত প্রচেস্টা দিয়েই আগের সেই প্রিয় অবস্থানে নিয়ে আসতে হবে!

নতুন লিখা দিতে সময়াভাব হলে পুরোনো লিখা গুলোও কিন্তু শেয়ার করতে পারেন।

অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো! আশাকরি পাঠক-লেখক সবভাবেই আপনাকে আমাদের পাবো!

শুভকামনা ও শুকরিয়া রইলোPraying
344654
০৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : দুনিয়ার স্বল্প জীবন আমাদের জন্য পরীক্ষাকেন্দ্রের মতোন। স্বামী, সন্তান, সম্পদ সব কিছুই দুনিয়ার জীবনের সাময়িক সৌন্দর্য্য উপকরন! আল্লাহ তার বান্দাদের প্রিয় জিনিষের দ্বারাই পরীক্ষা করেন, পরীক্ষা যত কঠিন, পুরষ্কার ততো দামী! যাদের উপর পরীক্ষা নেয়া হয় তারাই বুঝতে পারে কত কঠিন এই পরীক্ষা। কত কঠিন বিপদে -দুঃখ -কষ্টে অন্তরে এবং মুখে হাসি ফুটিয়ে আল্লাহ'র সিদ্ধান্তের কাছে মাথা নত করা! এক্ষেত্রে ধৈর্য বা সবর মুমিনদের গভীর অন্ধকার বিপদসংকুল কন্টকাকীর্ন পথে আলো হয়ে পথ দেখায়। এই সবরের আলো সূর্যের আলোর মতো প্রখর, তেজস্........


শুরু থেকে শেষ পুরোটাই সুন্দর। অসংখ্য ধন্যবাদ সুন্দর লেখনির জন্য। ছোট গল্প লিখতে পারাটা কঠিন কিন্তু আপনি যশের সাথে লিখতে পারছেন, আবারো ধন্যবাদ।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৩
286015
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।
এ যে মেঘ না চাইতে জলHappy ! আলহামদুলিল্লাহ! অনেক ভালো লাগছে আপনার উপস্থিতি এবং চমৎকার অনুপ্রেরণাময় মন্তব্য!
অনেক অনেক শুকরিয়া ভাইয়া, আপনাদের মতোন গুনী লেখক একটু উৎসাহ দিলে লিখার আগ্রহ অনেক বেড়ে যায়!

শুভকামনা রইলো!Praying
344662
০৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৪
286016
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

শুভকামনা ও শুকরিয়া রইলোGood Luck Praying
344675
০৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
শেখের পোলা লিখেছেন : "পরীক্ষা যত কঠিন, পুরষ্কার ততো দামী!" অত্যন্ত সঠিক কথা৷ শিক্ষামূলক গল্প ভাল লাগল৷ধন্যবাদ৷
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৫
286018
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

অনুপ্রেরণাময় মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া! শুভকামনা রইলো!Praying
344690
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:১২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা-শা আল্লাহ আপনি তো দেখছি দারুন ঐপন্যাসিক। সত্যিই গল্পটির মর্মমাঝে লুকিয়ে থাকা আনন্দ বেদনার মাঝে সবে মাত্র ডুব দিলাম, অমনিতেই শেষ হয়ে গেল। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকিল্লাহ খাইর
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৭
286021
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!
খুব আন্তরিকতা এবং মনোযোগ দিয়ে পড়েছেন বলেই আপনার কাছে ভালো লেগেছে। চমৎকার মন্তব্য এবং অনুপ্রেরণার জন্য শুকরিয়া! নতুন লিখা পাচ্ছি না আপানার ঘটনা কি?

শুভাকামনা জানবেন।Praying
০৭ অক্টোবর ২০১৫ রাত ১০:৫৯
286170
আবু জান্নাত লিখেছেন : দোকানের মালিক মিসরি, আমাকে পুরো দোকান ছেড়ে দিয়ে দেশে গেছেন ১মাসের জন্য। তাই অনেক ব্যস্ততায় সময় যাচ্ছে। একে তো হিসেব নিকাশ, তারপর কাষ্টমার কন্ট্রোল। কাজের ডেলিভারী, সব মিলে সময়ের কাছে অসহায় হয়ে পড়েছি। শুকরিয়া।
344707
০৬ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৯
আফরা লিখেছেন : গল্পটা ছোট্ট হলে এর শিক্ষাটা অনেক বড় । অনেক ধন্যবাদ আপু ।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৮
286022
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!অনুপ্রেরণাময় মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া! শুভকামনা রইলো!Praying
344713
০৭ অক্টোবর ২০১৫ রাত ০১:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কঠিন অনেক সময় তবু চেস্টা করে যাওয়া। ভালো লাগলো গল্পটা Love Struck Rose
০৭ অক্টোবর ২০১৫ রাত ০২:০০
286024
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু।
আমার তো মনে হয় সবরের কোর্স করার সিস্টেম থাকলে অনেক ভালো হতো! যদিও মুমিনের জীবনের ছোট খাট সব ধরণের বিপদ এক একটা কোর্সের মতোন কেউ সফল হয় কেউ বা ব্যার্থ!
অনুভূতি জানানোর জন্য আন্তরিক শুকরিয়া!Praying
১০
344726
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৪:৩৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : শিক্ষণীয় পোস্টে ধন্যবাদ
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৬
286432
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়ার এবং মন্তব্য করার জন্য আন্তরিক শুকরিয়া!Praying
১১
345146
০৯ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩০
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক আশার প্রদীপ জ্বালানো মুহূর্তের অপেক্ষার অবসান হয় তথাপি জগত আঁধারের নিকষ কালো অন্ধাকারে ঢেকে যায়! একটি মৃত কন্য সন্তান জন্ম নেয় সামিয়ার! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)যদিও গল্প, এমন ঘটনা প্রায় ঘটে থাকে। এমতাবস্থায় গল্পটি যথেস্ট মনোবল বৃদ্ধি করবে পাঠকদের। ধন্যবাদ।
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৮
286433
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।
খুব কাছ থেকে কিছু বোনের এই অবস্থা গুলো দেখেছি, এমন কস্টের পথ পাড়ি দেয়া সত্যই ঈমানের কঠিন পরীক্ষা বটে!

পড়া এবং উৎসাহমূলক মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া!Good Luck Praying
১২
345397
১২ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ঠিক আছে আমিও মন খারাপ না করার চেষ্টা করব। কিন্তু যখন মনে পরে তখন নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে। আমার বর্তমান অবস্হা সামিয়ার মত যদিও পেক্ষাপট ভিন্ন।
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৬
286740
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। অ -নে-ক দিন পর যে! সর্বাবস্থায় আল্লাহ আমাদের সবর করার তৌফিক দান করুণ!

শুভকামনা ও দোআ নিরন্তর..Praying
১৪ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৪
286787
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এই ব্লগে তো এখন ঢোকাই যায়না নানান সমস্যা। আর আপি আমার অবস্হা হয়েছে এখন একা একা বসে থাকি, কারো সাথে কথা বলতে ইচ্ছা হয়না। সব বুঝি তবুও বারবার বলতে থাকি শুধু সব আমার সাথেই কেন হবে? নিজের আবেগের মাঝেই ঘুরপাক খাচ্ছি। এসব থেকে বের হতে গেলে আরো বড় বিপদে পরি, হোচট খাই। মনে হয় যেন ভাগ্য আমার উপর প্রতিশোধ। আর আমি একদমই যে অনুপস্হিত তাও না কিছুদিন আগে সম্ভবত জয়নাব (রাঃ) এর সাথে রাসূল (সঃ)এর লেখাটা শেষ করেছি হয়তো তোমার চোখে পরেনি তাই এমন মনে হচ্ছে।
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৯
286838
সাদিয়া মুকিম লিখেছেন : দেখে নিচ্ছি লিখাটা ইনশা আল্লাহ!

১৩
345740
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:০৩
ছালসাবিল লিখেছেন : আপপপপি, Love Struck অনেক গুলো পোস্ট খুলে রাক্সি Big Grin পড়ার সময় পাইনি Tongue একটু পরে পড়বো ভাবছি Big Grin Tongue Not Listening
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
286932
সাদিয়া মুকিম লিখেছেন : Crying Waiting
Good Luck (~~)
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:২৩
286988
ছালসাবিল লিখেছেন : আজকে আপনার সব পোস্টে কমেন্টস কোরেছি Love Struck Tongue তাই সময় পাইনি Love Struck Tongue এটা কি আমার দোষ Surprised Smug Tongue Love Struck
ফাতিমা আপপপপি কই Smug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File